কালবৈশাখি ঝড়ে ভাঙল দৌলতদিয়া লঞ্চঘাটের সংযোগ সেতু

শাফিউল বাশারঃ

মেরামতের মাত্র ক’দিন না যেতেই আবারও কালবৈশাখি ঝড়ে ভেঙে গেল রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চঘাটের সংযোগ সেতু।

মঙ্গলবার (০৩ এপ্রিল) সকালে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় লঞ্চ টার্মিনালের মেরামতকৃত সংযোগ সেতুটির নিচের মাটি ধসে গেলে সেতুটি ভেঙে পড়ে। এ সময় লঞ্চঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রাখা ছোট নৌকাগুলোও ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে গত বর্ষা মৌসুমে নদী ভাঙনের কবলে ক্ষতিগ্রস্ত হয় লঞ্চঘাটসহ সংযোগ সেতুটি। ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৮ মাস পর লঞ্চ টার্মিনালের শুধুমাত্র বাহির হওয়ার সংযোগ সেতুটি ঠিক করা হলেও কালবৈশাখি ঝড়ে তা ভেঙে যায়।

এদিকে, লঞ্চঘাটের ভাঙন ঠেকাতে তাৎক্ষণিক কাজ করেছে বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে লঞ্চঘাটের এই সংযোগ সেতুটি মেরামত করা সম্ভব না হলে চরম দুর্ভোগে পড়তে হবে ঈদে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষকে।

বিআইডব্লিউটিএ’র ট্রাফিক কর্মকর্তা আফতাব উদ্দীন সময় সংবাদকে জানান, সকালে সংযোগ সেতুটি ঝড়ের কারণে ভেঙে যাওয়ার পর তা মোটামুটিভাবে মেরামত করা হয়েছে। কাল বুধবার (০৪ মে) সকালে সেতুটি পুরোপুরি মেরামত করা হবে। আশা করি ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা মানুষের কোনো সমস্যা হবে না।

Share: