গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রেস ওয়াচ রিপোর্টঃ

গাজীপুরের সফিপুরে ঈদের দিন এক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ এপ্রিল) বিকালে সফিপুর উড়ালসড়কের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।

সালনা (কোনাবাড়ি) হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাদুল্লাপুর গ্রামের মৃত আলতাব হোসেনের স্ত্রী রেণু বেগম (৫০), গাজীপুরের দক্ষিণ সালনার রমিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ হোসেন (৪৫), জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী গ্রামের সাথী আক্তার (২৫), শরিফ হোসেন (২৮) এবং অজ্ঞাত পরিচয় (৪৫) একজন।

সালনা হাইওয়ে থানার ওসি ফিরোজ হোসেন জানান, এনা পরিবহন ও অটোরিকশার সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। অপর দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী মারা গেছেন। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ হস্তান্তর করা হবে।

Share: