
ঈদুল আজহার ব্যস্ততাকে কাজে লাগিয়ে কক্সবাজারের রামু-উখিয়া সীমান্তের মরিচ্যা-পাগলিরবিল সড়ক দিয়ে অবৈধভাবে পাচারকালে সামাজিক বনায়নের পরিমাণ আকাশমণি গাছসহ একটি মিনি ট্রাক জব্দ করছে বন বিভাগ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষকের (এসিএফ) সহযোগিতায় ধোয়াপালং ও রাজারকুল রেঞ্জ এবং বিজিবি অভিযান চালিয়ে গাছসহ ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ধোয়াপালং রেঞ্জের বনবিট কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, বিশেষ সূত্রে খবর আসে সামাজিক বনায়নের বেশ কিছু আকাশমণি গাছ কেটে পাচার করছে বন উজাড়কারীরা। এরপর অভিযান চালিয়ে পাগলির বিল-মরিচ্যা বাজার রোড থেকে আকাশমণি কাঠবোঝাই একটি ট্রাক আটক করা হয়। অভিযানের সময় দৌড়ে পালায় পাচারকারীরা। এজন্য কাউকে আটক যায়নি। গাছভর্তি ট্রাক ধোয়াপালং রেঞ্জ অফিসে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার কার্যক্রম চলছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, একদিকে করোনাকাল অন্যদিকে ঈদুল আজহার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সবাই। এই সুযোগে বন নিধনে নেমেছে পাচারকারীরা। খবর পেয়ে কাঠভর্তি ট্রাক জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।