প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত নৌ বাহিনীর প্রধান ভাইস-এডমিরাল এম শাহীন ইকবালকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
রোববার (২৬ জুলাই) সকালে গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধানকে এই ব্যাজ পরিয়ে দেয়া হয়। এসময় প্রধানমন্ত্রী নতুন নৌ প্রধানকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১৮ জুলাই রিয়াল এডমিরাল এম শাহীন ইকবালকে ভাইস-এডমিরাল হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়।