খালি চোখেই একসারিতে দেখা মিলবে ৫ গ্রহের

মহাকাশ মানেই বিস্ময়। আর মহাকাশে কিছু ঘটা মানেই সেটা নিয়েই মানুষের আগ্রহের যেন শেষ নেই। এবার চাঁদের পাশে এক সারিতেই আসতে চলেছে মহাকাশের পাঁচ গ্রহ। একই সারিতে এই ৫ গ্রহ দেখা যাবে খালি চোখেই। এক সারিতে পাশাপাশি দেখা যাবে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি- এই পাঁচ গ্রহকে।
Cnet-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ১৯ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত খালি চোখে একসঙ্গে দেখা যাবে ৷ এই বিরল দৃশ্য দেখার সুযোগ হাতছাড়া হলে ফের এই সুযোগ আসতে দুবছরের অপেক্ষা ৷ ২০২২ সালে জুনের শেষদিকে ফের এমন ঘটনা ঘটবে।
মহাকাশের এমন বিরল দৃশ্য দেখার জন্য কোনও দামি লেন্স বা টেলিস্কোপের প্রয়োজন নেই। সূর্যোদয়ের একঘণ্টা আগে এই বিস্ময়কর ঘটনা ঘটবে।
অস্ট্রোনমি এডুকেটর জেফ্ররে হান্ট জানিয়েছেন, সূর্যোদয়ের ঠিক একঘণ্টা আগে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো দেখাবে শুক্র, বুধ, শনি এবং বৃহস্পতিকে। চাঁদের ঠিক ডানপাশেই দেখা মিলবে বুধের। সেই অনুযায়ী কাল্পনিক রেখায় মিলিয়ে নিতে পারবেন বাকি চার গ্রহকেও। শুক্রকে দেখা যাবে পূর্ব থেকে উত্তরপূর্বে, মঙ্গল থাকবে দক্ষিণ পূর্বে, জুপিটার ও শনিকে দেখতে পাওয়া যাবে দক্ষিণ পশ্চিমে।
সূত্র: নিউজ এইটটিন
Related News
শুক্র গ্রহের মেঘে কি জীবন্ত প্রাণী ভাসছে?
সৌর জগতে সূর্য থেকে দ্বিতীয় স্থানে অবস্থানকারী শুক্র গ্রহের মেঘে জীবন্ত প্রাণী ভেসে বেড়ানোর চরমRead More
বঙ্গবন্ধু নভোথিয়েটারের নতুন মহাপরিচালক আব্দুর রাজ্জাক
ফাইল ছবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় দক্ষতাRead More