নতুন আইফোনে আসছে টাচযুক্ত ওলেড ডিসপ্লে

অ্যাপল আগামী বছর তাদের সমস্ত আইফোন মডেলগুলিতে টাচযুক্ত ওলেড পর্দা আনার পরিকল্পনা করছে। ইতোমধ্যে কাপের্টিনো ভিত্তিক প্রযুক্তি জায়ান্ট টাচ-ইন্টিগ্রেটেড ওলেড ডিসপ্লে প্যানেলগুলির জন্য অর্ডার দিয়েছে প্রতিষ্ঠানটি।
এক প্রতিবেদন বলছে, নতুন আইফোনের জন্য এ পর্দাগুলো সরবরাহ করবে স্যামসাং ডিসপ্লে। আলাদা সেন্সর ফিল্মের বদলে ওলেড প্যানেলের সঙ্গেই যুক্ত থাকবে টাচ সেন্সর। এতে আইফোনগুলোর পুরুত্ব আরও কমিয়ে আনা যাবে। পাশাপাশি ডিভাইসের উৎপাদন খরচও কমবে।
আইফোন নির্মাতারা সেপ্টেম্বরে আইফোন ১২ সিরিজের অধীনে চারটি নতুন আইফোন চালু করবে বলে আশা করা হচ্ছে যাতে দুটি প্রিমিয়াম ভেরিয়েন্ট থাকবে। আইফোন ১২ প্রো ৬.১-ইঞ্চি বা ৬.৭-ইঞ্চি আকারে আসবে। ডিভাইসে রিয়ার ক্যামেরা মডিউলটিতে চারটি সেন্সর থাকবে একটি LiDAR স্ক্যানার। যা সম্প্রতি চালু হওয়া অ্যাপল আইপ্যাড প্রোতে চালু হয়েছিল।
আইফোনের চারটি মডেলই ওলেড ডিসপ্লে এবং ৫ জি সমর্থন হিসাবে প্রত্যাশিত অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও এর আগে।
Related News
শুক্র গ্রহের মেঘে কি জীবন্ত প্রাণী ভাসছে?
সৌর জগতে সূর্য থেকে দ্বিতীয় স্থানে অবস্থানকারী শুক্র গ্রহের মেঘে জীবন্ত প্রাণী ভেসে বেড়ানোর চরমRead More
বঙ্গবন্ধু নভোথিয়েটারের নতুন মহাপরিচালক আব্দুর রাজ্জাক
ফাইল ছবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় দক্ষতাRead More