Main Menu

আহসান হাবীবের কবিতা ‘কামনা’

কামনা

ফুরোচ্ছে দিন, ফুরোচ্ছে ক্ষণ;

ফুরিয়ে মোর যাচ্ছে জীবন।

জীবন খাতার শূন্য পাতায়

বলার মতন নেই অর্জন।

খাই-দাই আর ঘুমায়ে কাটাই,

নিত্যদিনের ভুলের ঘোর;

গেছি ভুলে মূল হেতুটাই

এ ধরাতে আসার মোর।

নতুন দিনে এই কামনা-

কমাতে চাই ভুলের চাপ।

নশ্বর এই ধরার বুকে রেখে যেতে চাই যে ছাপ।


Related News