Main Menu

হুমায়ূন আহমেদের সমাধিতে ফুলেল শ্রদ্ধা

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকীতে গাজীপুরে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্বজন ও ভক্তরা।

রোববার (১৯ জুলাই) বেলা ১১টায় দুই সন্তান নিষাদ ও নিনিতসহ নুহাশপল্লিতে যান হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। এছাড়া অন্য প্রকাশনীর প্রকাশক, হিমু পরিবহনের সদস্যরা ছাড়াও ছিলেন কয়েকজন ভক্ত।

হুমায়ূনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা পর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে আত্মার মাগফেরাত কামনা করেন তারা।

এসময় হুমায়ূন আহমেদের স্মরণে একটি জাদুঘর নির্মাণ পরিকল্পনার কথা জানান শাওন। তবে করোনার কারণে এবার ছিলো না বিশেষ কোন আয়োজন।


Related News