Main Menu

বাড়িতে বসেই ২০ মিনিটে করোনা অ্যান্টিবডি টেস্ট

এবার বাড়িতে বসেই করোনার অ্যান্টিবডি টেস্ট করতে পারবেন ব্রিটেনের নাগরিকরা। একইসঙ্গে ২০ মিনিটের মধ্যেই সেই পরীক্ষার মাধ্যমে জেনে নেওয়া যাবে কেউ কখনও করোনাভাইরাসের সংস্পর্শে এস‌েছেন কি না। 

ব্রিটিশ দৈনিক ‘দ্য ডেলি টেলিগ্রাফ’ জানিয়েছে, এই অভিনব উদ্ভাবনটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও একটি ডায়াগনস্টিক সংস্থার কনসর্টিয়ামের। মানুষের উপর পরীক্ষা চালিয়ে তা ৯৮.৬ শতাংশ ক্ষেত্রে সফলও হয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ব্রিটিশ সরকারের অ্যান্টবডি পরীক্ষা কর্মসূচির প্রধান স্যর জন বেল বলেছেন, ‘এই অ্যান্টিবডি পরীক্ষা পদ্ধতিকে বেশ চমকপ্রদ বলে মনে হচ্ছে। এর ফলে তো আমরা বাড়িতে বসেই নিজেদের অ্যান্টিবডি পরীক্ষা করে নিতে পারব। অ্যান্টিবডি টেস্ট করালে বোঝা যায়, কোভিডসহ যে কোনও ভাইরাসের হানাদারি ঠেকানোর পক্ষে আমাদের দেহের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা পর্যাপ্ত কি না। অথবা কতটা কম বা বেশি।

এদিকে, একটি ব্রিটিশ দৈনিক সংবাদ মাধ্যম জানিয়েছে, সে দেশের সরকার এভাবেই বিনামূল্যে আমজনতার অ্যান্টিবডি টেস্ট করানোর পরিকল্পনা করেছে। তার জন্য গোপনে হিউম্যান ট্রায়ালও সেরে ফেলা হয়েছে।

এখনও পর্যন্ত ব্রিটেনে যে অ্যান্টিবডি পরীক্ষা পদ্ধতি সরকারিভাবে অনুমোদিত, তাতে সেই পরীক্ষার জন্য রক্তের নমুনা পাঠাতে হয় প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতে। ফলে, সেই পরীক্ষার রিপোর্ট হাতে পেতে অনেকটা সময় লেগে যায়।

সূত্র- আনন্দবাজার পত্রিকা


Related News