প্রজন্মের পানে
–
(তুহিন আহমেদ প্রজন্মকে নিবেদিত)
শুরু হয় গল্প, শেষ হয় বিপ্লবে,
বিরিয়ানি কৌতূহলে মুছে যায় ক্ষুধার দাবদাহ।
কবি তুহিন, তোমার পবিত্র স্বর,
ভাসিয়ে নেয় শ্রোতার হৃদয়,
চোখের কোণ বেয়ে নামিয়ে আনে
একটি জাতির পুনর্জন্মের অশ্রু।
পুরনো ঢাকার গলিতে,
তোমার শব্দেরা যেমন জাগায় প্রেরণা,
তেমনি থেমে থাকা সময়েও
বপন করে দেশপ্রেমের বীজ।
তোমার কবিতায় আমি দেখি
স্বপ্নের বাংলাদেশ, যেখানে
বিপ্লবী তরুণেরা স্বপ্ন দেখে
শুধু দেশ গড়ার, জীবন নয়।
তোমার অনাহারে জাগ্রত শক্তি,
তোমার পথের ধূলায় মাখা প্রজ্ঞা,
আর সরলতার অনন্য দ্যুতি
আমাকে কাঁপিয়ে তোলে।
তোমার হাতের স্পর্শ,
আমার নতজানু আত্মায় জ্বালায়
আলোর প্রদীপ।
ওহে কবি, তুমি তো কেবল কবি নও,
তুমি এক দিশারী,
একটি যাত্রার সূচনা।
তোমার স্বপ্নেরা ঘিরে রেখেছে
একটি যুদ্ধহীন, মানবিক রাষ্ট্রের কল্পনা।
তোমার চোখের আলোয়
আমি দেখি সেই নকশা,
যেখানে শততলা ভবন
সাজানো হবে মানবিকতার ইট দিয়ে।
তুহিন প্রজন্ম,
তোমার যাত্রা হোক বিরতিহীন,
তোমার হাত ধরে যেন গড়ে ওঠে
একটি কল্যাণকামী জাতি।
আমার মতো নগণ্য শিক্ষকের
হৃদয় তোমার কাছে সমর্পিত,
তোমার পথের আলোয়
জ্বলবে আমার অগ্নিশিখা।
তোমার পবিত্র স্বপ্নের প্রতি
আমার অবনত মস্তক,
তোমার প্রজ্ঞার প্রতি
আমার অগাধ শ্রদ্ধা।
তুমি হেঁটে যাও,
তুমি পথ দেখাও,
তোমার হাতেই উঠুক
আমাদের স্বপ্নের বাংলাদেশ।
— ডক্টর দিপু সিদ্দিকী
২৭ নভেম্বর রাত চারটা ২০২৪।