Main Menu

আইনের শাসন প্রতিষ্ঠায় খসরুর অসামান্য অবদান রয়েছে: প্রধান বিচারপতি

দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সদ্য প্রয়াত আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, সরকার দলের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর অসামান্য অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার (১৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

শোকবাণীতে বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিম   কোর্টের প্রথিতযশা বিজ্ঞ আইনজীবী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি, সাবেক আইনমন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুরর মৃত্যুতে প্রধান বিচারপতি গভীর শোক প্রকাশ করেন।’

‘অ্যাডভোকেট  আব্দুল মতিন খসরুর সঙ্গে  প্রধান বিচারপতির দীর্ঘ ৪০ বছরের সম্পর্ক ছিল। তিনি অত্যন্ত নির্লোভ, নিরহঙ্কারী এবং সজ্জন ব্যক্তি ছিলেন।’

‘আইনের শাসন প্রতিষ্ঠায় তার অসামান্য অবদান রয়েছে। আইন অঙ্গনের সকলেই তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন।’

‘প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।’

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল ৪টা ৫০ মিনিটে  মারা যান আবদুল মতিন খসরু।


Related News