চেকপোস্টে নানান যুক্তি, মুভমেন্ট পাস না থাকলে ফেরত পাঠাচ্ছে পুলিশ

প্রেসওয়াচ  রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ১৭:১৮

পুলিশের বিভিন্ন চেকপোস্টে আটকা পড়লেই নানান যুক্তি দেখাচ্ছে জনগণ। কেউ চিকিৎসার অজুহাত, কেউবা গিয়েছেন শ্বশুরবাড়ি, কেউ মুভমেন্ট পাস সম্পর্কে কিছু জানেন না, কারও বিভিন্ন ধরনের কেনাকাটা- নানা জনের নানা যুক্তি।173984104_1395538484127769_2159817181493637856_nলকডাউনে যারা বের হয়েছেন, তাদের কাছে মুভমেন্ট পাস দেখতে চাচ্ছে পুলিশ

মোহাম্মদ লোকমান হোসেন গিয়েছিলেন সাভার। ঢাকায় ফেরার পথে গাবতলী পুলিশ চেকপোস্টের সামনে পুলিশি জেরার মুখে পড়েন। একেক সময় একেক ধরনের তথ্য পুলিশকে দিতে থাকেন। তার কাছে মুভমেন্ট পাস সম্পর্কে জানতে চাইলে বলেন, এ বিষয়টি তিনি জানেন না। বাইরে বের হওয়ায় ট্রাফিক পুলিশ মামলা ঠুকে দেন তার নামে।IMG_20210414_135240লকডাউনে যারা বের হয়েছেন, তাদের কাছে মুভমেন্ট পাস দেখতে চাচ্ছে পুলিশ

আমিন বাজারের বাসিন্দা রাকিব হোসেন যাচ্ছিলেন কল্যাণপুর। গাবতলী চেকপোস্টে জেরার মুখে একেক সময় একেক কথা বলেন। এক সময় বলেন হাসপাতাল যাচ্ছেন, তার আত্মীয় অসুস্থ। তবে মুভমেন্ট পাস না থাকায় তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।IMG_20210414_134457লকডাউনে যারা বের হয়েছেন, তাদের কাছে মুভমেন্ট পাস দেখতে চাচ্ছে পুলিশ

মো. এনামুল পরিচয় দিয়েছিলেন জেনারেটরের মেকানিক হিসেবে। জেনারেটর সারাতে যাওয়ার কথা জানান তিনি। কিন্তু কোথায় কার কাছে যাচ্ছেন সে বিষয়ে যুক্তিযুক্ত কোনও উত্তর মেলেনি। ফলে পুলিশ সদস্যরা তাকে ফেরত পাঠিয়ে দেন।172946003_778742162769208_3273657334405096529_nলকডাউনে যারা বের হয়েছেন, তাদের কাছে মুভমেন্ট পাস দেখতে চাচ্ছে পুলিশ

এসময় কনস্টেবল তামজীদ হোসেন তাদের উদ্দেশে বলেন, দেখুন বিয়ের মেহেদির দাগ এখনও হাত থেকে যায়নি। এরপরও আপনাদের নিরাপত্তায় দেশের নিরাপত্তায় কাজ করছি। আপনারা ভালো থাকলেই আমাদের সার্থকতা। এভাবে অযথা ঘোরাফেরা করবেন না।173431608_199244011760069_4106766114374718140_nলকডাউনে যারা বের হয়েছেন, তাদের কাছে মুভমেন্ট পাস দেখতে চাচ্ছে পুলিশ

দারুস সালাম থানার উপ-পরিদর্শক সুলতান মাহমুদ শাকিল  বলেন, যারা মুভমেন্ট পাস দেখাতে পারছে তাদের আমরা ছেড়ে দিচ্ছি। যারা মুভমেন্ট পাস দেখাতে পারছে না তাদের আমরা ফেরত পাঠিয়ে দিচ্ছি। মুভমেন্ট পাস থাকলেও যুক্তিসঙ্গত কারণ রয়েছে কিনা সে বিষয়টিও আমরা খতিয়ে দেখছি।171816203_364226081549140_1091252454439241376_nলকডাউনে যারা বের হয়েছেন, তাদের কাছে মুভমেন্ট পাস দেখতে চাচ্ছে পুলিশ

সার্জেন্ট নুরুন্নবী বাংলা ট্রিবিউনকে বলেন, যাদের বাইরে বের হওয়ার কারণ ও প্রয়োজন জরুরি মনে হয়নি, তাদের নামে আমরা মামলা দিচ্ছি। বিনা প্রয়োজনে-অপ্রয়োজনে কাউকে না বের হওয়ার অনুরোধ জানাচ্ছি।

IMG_20210414_140005লকডাউনে যারা বের হয়েছেন, তাদের কাছে মুভমেন্ট পাস দেখতে চাচ্ছে পুলিশ

Share: