জাতির পিতা অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক: ড. কলিমউল্লাহ

ই জুন, ২০২৪, বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবনাদর্শ বিষয়ক সেমিনারের ৯৪৯ তম পর্ব অনুষ্ঠিত হয়। জানিপপ কর্তৃক আয়োজিত জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পি এইচ ডি গবেষক অধ্যক্ষ মাসুদ আহমেদ।

জাতির পিতা অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক: ড. কলিমউল্লাহ

সেমিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার ও বাংলাদেশ স্টাডিজ এর পি এইচ ডি গবেষক ও বি সি এস এডুকেশন ক্যাডার এর সদস্য বাবু রণজিৎ মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহিলা লীগের সভাপতি ও বিশিষ্ট নারী নেত্রী মিসেস আরজিনা খানম।

সেমিনারের গেস্ট অব অনার হিসেবে যুক্ত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিসেস ফাতেমা বেগম লাবনী।

সেমিনারে আলোচকবৃন্দ হিসেবে যুক্ত ছিলেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর মিডিয়া ও জার্নালিজম বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ, বিশিষ্ট নারী উদ্যোগক্তা মিসেস পারভীন আক্তার ও নাঈমা ফেরদৌস।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন ব্যাংকার ও নাট্যব্যক্তিত্ব সন্দীপন বিশ্বাস ও জানিপপ এর ন্যাশনাল ভলান্টিয়ার শারমিন সুলতানা শিমু।

সভাপতির বক্তব্যে ড. কলিমউল্লাহ বলেন, জাতির পিতা ধর্মপ্রাণ এবং অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক।

সেমিনারের মুখ্য আলোচক পি এইচ ডি গবেষক অধ্যক্ষ মাসুদ আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করা হয়েছিল বাকশাল নষ্ট করার জন্য। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাঙালির মুক্তির চেতনা কে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। বাঙালীকে যে কুসংস্কার এবং শোষিত সমাজের ভিতর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আলোর পথ দেখিয়েছিলেন সেই আলোর পথকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যেতেই ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে শুধু নয় সপরিবারে হত্যা করা হয়। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্য একটি সামষ্টিক অর্থনীতির ভিত্তি গঠন করে গিয়েছিলেন । পরবর্তীতে সেভাবে আর কেউ কাজ করেননি ।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার মান বৃদ্ধির জন্য কুদরত ই খোদা শিক্ষা কমিশন গঠন করেছিলেন। যা কার্যকর হলে বাংলাদেশের নাগরিক শিক্ষিত হয়ে দেশকে নিয়ে যেতে পারতো উন্নতির শিখরে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে ফ্যামিলি প্লানিং নিয়ে কাজ করেছেন। দুইবছরের মধ্যে যা ভালো রকমের ফলাফল দিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টি টি সি সাপোর্ট স্থাপন করেন প্রত্যেকটি জেলায় স্বাস্থ্য নিরাপত্তার জন্য। বাংলাদেশী তরুণ প্রজন্মকে বিদেশে জ্ঞান অর্জনের জন্য পাঠিয়ে এবং সেখান থেকে প্রযুক্তি জ্ঞান অর্জনের মাধ্যমে দেশে ফিরে দেশের উন্নয়নে কাজ করার জন্য আহবান জানিয়েছিলেন।

সেমিনারের প্রধান অতিথি পি এইচ ডি গবেষক বাবু রণজিৎ মল্লিক বলেন, দক্ষিণ এশিয়ার মত জায়গায় জনসমাজে ধর্মের প্রতি তীব্র দুর্বলতা রয়েছে মানুষের। সমাজের মধ্যে সকলকে একত্রিত করে একটি জাতি গঠন করার মতো কঠিন কাজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পন্ন করেছিলেন। তিনি মানুষকে জেনেছেন এবং নিজেকে নির্মাণ করেছেন ।

তিনি আরও বলেন, রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মনিরপেক্ষতা খুব প্রশংসার সাথে স্থাপন করে গিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেন এবং আওয়ামী লীগ সংগঠনটি প্রতিষ্ঠা করে গেছেন ।

সেমিনারের বিশেষ অতিথি রংপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি আরজিনা খানম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশাল সাগর, যেখান থেকে আমরা জ্ঞান আরোহন করবো।

সেমিনারের গেস্ট অব অনার পি এইচ ডি গবেষক মিসেস ফাতেমা বেগম লাবনী বলেন,

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী বইটিতে তিনি লিখেছেন – তিনি যখন কারাবাস করেছিলেন তখন কয়েদিদের সাথে মিশে বাঙালি আমজনতা সম্পর্কে আরো কাছ থেকে জেনেছেন।

সেমিনারে উপস্থিত নাট্যব্যক্তিত্ব সন্দীপন বিশ্বাস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ঘোষিত দ্বিতীয় বিপ্লবের যে ডাক দিয়েছিলেন তা ছিল যুদ্ধবিধ্বস্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনের মহাপরিকল্পনা।

গণমাধ্যমকর্মী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় সাধারণ মানুষের সাথে যোগাযোগ করতেন।

নারী উদ্যোগক্তা মিসেস নাঈমা ফেরদৌস বলেন, পঞ্চাশের দশক ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক উত্থানের কাল। এ সময় থেকে ই ধীরে ধীরে তিনি হয়ে উঠেন দূরদর্শী এবং প্রজ্ঞাসম্পন্ন এক কুশলী রাজনৈতিক নেতা।

সেমিনারে উপস্থিত মিসেস পারভিন আক্তার বলেন, ২৫ শে মার্চ কালো রাত্রিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন পাকিস্তানি সেনাবাহিনী ধরে নিয়ে যায় তার পূর্বেই তিনি স্বাধীনতা ঘোষণা করে যায়।

জানিপপ এর ন্যাশনাল ভলান্টিয়ার শারমিন সুলতানা শিমু বলেন, বাঙালি এবং বাংলাদেশের মানুষদেরকে পরিবারের মতো আগলে রেখেছিলেন আমাদের প্রিয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সেমিনারটি সঞ্চালনা করেন, গোপালগঞ্জস্থ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক প্রশান্ত কুমার সরকার ও জানিপপ এর ন্যাশনাল ভলান্টিয়ার শারমিন সুলতানা শিমু।

Share: