Main Menu

আষাঢ়ী পূর্ণিমায় বৌদ্ধ ধর্মাবলম্বী পরিবারে বইছে আনন্দের বন্যা

শাফিউল বাশারঃ বৌদ্ধ ধ‌র্মের প্রবর্তক মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহানির্বাণ এই তিন স্মৃতি বিজরিত আষাঢ়ী পূর্ণিমা পালন করেছে বৌদ্ধ সম্প্রদায়। আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে সোমবার (৩ আগস্ট) বান্দরবানের বৌদ্ধ বিহারগুলো সাজানো হয় বর্ণিল সাজে। আর শত শত ভক্তের পদচারণায় মুখরিত ছিল দিনটি।

.আষাঢ়ি পূর্ণিমা উদযাপন

আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বী পরিবারে বইছে আনন্দের বন্যা। বান্দরবানের খিয়ং ওয়া কিয়ং রাজবিহার, কেন্দ্রীয় সার্বজনীন বৌদ্ধ বিহার, কালাঘাটা আম্রকানন গৌতম বৌদ্ধ বিহার, বালাঘাটা বৌদ্ধ বিহার, উজানী পাড়া মহা বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে চলছে প্রার্থনা, চীবরদান, গুরু ভক্তি, ছোয়াইং দান (ভা‌ন্তের খাবার দান) প্রদীপ প্রজ্জ্বলন, বৌধিবৃক্ষ মূলে চন্দন জল সিঞ্চন (বট গা‌ছে চন্দ‌নের জল ঢালা), বুদ্ধ মূর্তি স্নানসহ নানান ধর্মীয় আয়োজন।

.

আষাঢ়ি পূর্ণিমা উদযাপন
আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে তিন মাস বর্ষাবাস পালন করবে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এসময় সংযম পালনের মধ্য দিয়ে ন্যায়, সৎ পথ চলা, বুদ্ধের জীবনানুসারণ ও পরোপকারে তিন মাস অতিক্রম করবে প্রতিটি বৌদ্ধ ধর্মাবলম্বী পরিবার।


Related News