Main Menu

দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে এক পথচারী নিহত

কুমিল্লায় দাউদকান্দিতে উল্টে যাওয়া বাসকুমিল্লার দাউদকান্দিতে লাল-সবুজ পরিহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কে উল্টে এক পথচারী নিহত হয়েছেন। তার নাম সোহাগ ভূঁইয়া (৩২)।  আহত হয়েছেন আরও এক পথচারীসহ বেশ কয়েকজন বাস যাত্রী। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় দাউদকান্দি উপজেলার আমিরাবাদ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি সরকার আবদুল্লাহ আল-মামুন জানান, নোয়াখালী-ঢাকা রোড়ে চলাচল করা লাল-সবুজ পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ এলাকায় পৌঁছলে বাসটি সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে থাকা এক পথচারী নিহত হয়। আহত হয় আরও এক পথচরী। বাসের ভেতরে থাকা কিছু যাত্রী সামান্য আহত হলেও হতাহতের ঘটনা ঘটেনি


Related News