প্রাথমিক শিক্ষার উন্নয়নে তথ্য-প্রযুক্তি সংযুক্তে আইসিটি অ্যাম্বাসেডর নিয়োগের উদ্যোগ- মো. আকরাম-আল-হোসেন
সিনিয়র সচিব বলেন, আমি মহাপরিচালককে বলবো জেলা শিক্ষা অফিসারদের সঙ্গে আলাপ করে প্রত্যেকটি জেলায় একজন করে আইসিটি অ্যাম্বাসেডর নিয়োগ দেওয়ার জন্য। এটুআই প্রকল্পের সঙ্গে আলাপ করে বিষয়টি আমরা দেখবো। আগামী দিনে ভবিষ্যত প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করে তুলতে হলে নিজেরা দক্ষ হতে হবে। আমরা বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে কম্পিউটারকে অন্তর্ভুক্ত করার জন্য ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি।
সিনিয়র সচিবকে ভার্চুয়াল মাধ্যমে সংবর্ধনা ও প্রাথমিক শিক্ষার বর্তমান প্রেক্ষাপট বিষয়ে আলোচনা অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ সংযুক্ত ছিলেন। এছাড়া বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাসেমসহ দেশের বিভিন্ন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরাও ওই অনুষ্ঠানে যুক্ত হন।
Related News
শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত
আইরিন নাহারঃ করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রীRead More

ভ্যাকসিনের জন্য প্রাথমিকের শিক্ষক-কর্মচারীদের তালিকা চেয়েছে সরকার
আইরিন নাহার/প্রেসওয়াচঃ কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষাRead More