বেরোবি’তে ‘নবপ্রজন্ম বিদ্যার্থী পরিষদ’র আত্মপ্রকাশ।।সাহিদা আহবায়ক ও বিল্লাল সদস্য সচিব


বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২০) অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় কয়েকজন উদ্যোমী শিক্ষার্থীদের মধ্য থেকে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে ইইই বিভাগের শিক্ষার্থী মোসা. সাহিদা আক্তারকে আহবায়ক ও জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ বিল্লাল হোসেন কে সদস্য সচিব করে অন্যান্য সদস্যদের ভার্চুয়াল উপস্থিতিতে নবপ্রজন্ম বিদ্যার্থী পরিষদ গঠন করা হয়।
নবপ্রজন্ম বিদ্যার্থী পরিষদের আহবায়ক মোসা. সাহিদা আক্তার ও সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন এর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন,বাংলাদেশের উত্তরবঙ্গের বাতিঘর হিসেবে পরিচিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর প্রতিষ্ঠার পর থেকে নানামুখী প্রতিকূলতা ও চ্যালেঞ্জের ভেতর দিয়ে বর্তমানে একটি স্থিতিশীল জায়গায় পৌঁছেছে। বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও স্যারের সময়ে বিশ্ববিদ্যালয়টি একাডেমিক ও প্রশাসনিক দিক দিয়ে ক্রমেই এগিয়ে চলেছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে, এরই মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর বাংলাদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে গবেষণা ও জার্নাল প্রকাশে শীর্ষস্থান দখল করে নিয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে পুরো ক্যাম্পাসকে ওয়াইফাই ইন্টারনেট সুবিধার আওতায় আনা হয়েছে। একই সাথে উন্নত বিশ্বের সাথে মিল রেখে বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠনের সুবিধার জন্য বিভিন্ন বিভাগে ভার্চুয়াল ক্লাসরুম চালু করা হয়েছে। পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়ন ও যোগাযোগের উৎকর্ষতা সাধনের জন্য একটি দক্ষ ও অভিজ্ঞ আইসিটি সেল গঠন করা হয়েছে।

আইসিটি সেল ইতিমধ্যে আধুনিক ডেটা সেন্টার প্ল্যানিং সম্পন্ন করেছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ক্যাফেটেরিয়া পুনরায় চালু করা হয়েছে। যার সুফল শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো বিশ্ববিদ্যালয় পাচ্ছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বিভিন্ন রুটের বাসের সংখ্যা বাড়ানো হয়েছে এবং পরিবহন পুলে ভেইকল ট্র্যাকিং সিস্টেম চালু করা হয়েছে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ক্যাম্পাস রেডিও চালু করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উইমেন পিস ক্যাফে ও ফেন্সিং ক্লাব গঠন করা হয়েছে। শারিরীক ও মানসিক বিকাশে নিয়মিতভাবে বিভিন্ন বিভাগ ও অনুষদে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার আধুনিকীকরণ ও ডেন্টাল ইউনিট চালু করা হয়েছে। বিশেষ উন্নয়ন প্রকল্পের অধীনে শেখ হাসিনা আবাসিক ছাত্রী হল ও ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বিত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে দেশি-বিদেশী বিশেষজ্ঞদের অংশগ্রহনে ক্যাম্পাসে নিয়মিত সভা-সেমিনারের আয়োজন করা হয়। প্রথমবারের মতো শিক্ষার্থী ও দর্শনার্থীদের কাছে ক্যাম্পাসকে দৃষ্টিনন্দন করে তুলতে সৌন্দর্যবর্ধনের কাজ এগিয়ে চলেছে। এর ধারাবাহিকতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি নান্দনিক গেইট নির্মাণের পরিকল্পনা ও অর্থ বরাদ্দ সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ইতিমধ্যে বিভিন্ন বিভাগে সেশনজট নিরসনে কার্যকরী উদ্যোগ নেওয়া হয়েছে। একটি উদ্বেগজনক বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়টি যখন অবকাঠামোগত ও গুনগত উন্নয়নের গতিশীল ধারায় প্রবেশ করেছে, ঠিক তখনি কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বিশ্ববিদ্যালয়ের নামে বিভিন্ন মাধ্যমে কুৎসা রটনায় লিপ্ত রয়েছে। একইভাবে, তারা বিভিন্ন ইস্যু তৈরি করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব পরিস্থিতি বিবেচনা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শিক্ষার্থীদের নিয়ে নবপ্রজন্ম বিদ্যার্থী পরিষদ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেছি যেটি সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার সংরক্ষণ, কল্যাণ মূলক কার্যক্রম গ্রহণ সহ সার্বিক সহযোগিতা প্রদান, ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর অনৈতিক কার্যক্রম দূরীকরণের উদ্দেশ্যে কাজ করবে। উল্লেখ্য যে নবপ্রজন্ম বিদ্যার্থী পরিষদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক,অলাভজনক, সেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তি স্বার্থের উর্ধ্বে থাকা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে। নবপ্রজন্ম বিদ্যার্থী পরিষদ যা কিছু নব, কল্যাণকামী ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নকে তরান্বিত করে তার সাথে একাত্মতা পোষণ করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের শিক্ষার্থীদের জ্ঞানচর্চার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সকল ধরণের সৃজনশীল ও ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানায়। করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় রেখে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২০) অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় কয়েকজন উদ্যোমী শিক্ষার্থীদের মধ্য থেকে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে ইইই বিভাগের শিক্ষার্থী মোসা. । করে অন্যান্য সদস্যদের ভার্চুয়াল উপস্থিতিতে নবপ্রজন্ম বিদ্যার্থী পরিষদ গঠন করা হল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর সাধারণ শিক্ষার্থীদের এ পরিষদের সদস্য হওয়ার আহ্বান জানানো হচ্ছে। ধন্যবাদান্তে- মোসা. সাহিদা আক্তার আহবায়ক, নবপ্রজন্ম বিদ্যার্থী পরিষদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।”প্রেস বিজ্ঞপ্তি “
« ঢাকার বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা (Previous News)
(Next News) মধ্যরাতেও সরগরম পশুর হাট »
Related News
হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ১৬ ডিসেম্বরকে স্বাধীনতা দিবস ঘোষণা!
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) ওয়েবসাইটে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচিRead More

ব্রুডার সভাপতি আবীর, সাধারণ সম্পাদক আমরিন
বেরোবি প্রতিনিধি:বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশনের (ব্রুডা) নবম কাউন্সিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সোমবারRead More