‘সজীব ওয়াজেদ জয় অনলাইন র্যাপিড দাবা টুর্নামেন্ট’র উদ্বোধন করলেন আইজিপি

বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন উপলক্ষে ডিজিটাল প্ল্যাটফর্মের র্যাপিড দাবা প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। সোমবার অনলাইনে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও গোল্ডেন স্পোর্টিং ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন দাবা ফেডারেশনের সভাপতি আইজিপি ড. বেনজীর আহমেদ।
এ সময় আইজিপি বলেন, বঙ্গবন্ধুর পরিবারের একজন সফল ব্যক্তি সজীব ওয়াজেদ জয়। তাঁর শুভ জন্মদিনকে সামনে রেখে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিক মাস্টার, ফিদে মাস্টার, জাতীয় পর্যায়ের দাবা খেলোয়াড় ও জাতীয় মহিলা দাবা খেলোয়াড়দের সমন্বয়ে এ প্রতিযোগিতা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি এ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং খেলোয়াড়দের সুস্থতা ও সাফল্য কামনা করেন।
নয় রাউন্ড সুইস পদ্ধতির এ খেলায় প্রাইজমানি রাখা হয়েছে দেড় লাখ টাকা। এছাড়া, বিজয়ীদের প্রত্যেককে বঙ্গবন্ধুর লেখা বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ এবং সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিনের স্মারকগ্রন্থ ‘মুজিব থেকে সজীব’ উপহার দেয়া হবে।
উল্লেখ্য, আইজিপি সাউথ এশিয়ান চেস কাউন্সিলেরও প্রেসিডেন্ট।
Related News

বাংলাদেশ সফর: প্রথম টেস্টে ক্যারিবীয়রা সবাই ‘নেগেটিভ’
বাংলাদেশে সফর শুরুর আগে প্রথম তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে ক্যারিবিয়ানদের। সোমবার প্রথমবার তাদেরRead More
ম্যানসিটিতে করোনার থাবা, স্থগিত ম্যাচ
বড়দিনে ইউরোপের অন্য বড় লিগের খেলা বন্ধ থাকলেও প্রিমিয়ার লিগ ঐতিহ্য মেনে আয়োজন করে বক্সিংRead More