সবচেয়ে কম সামরিক শক্তির ১০ দেশ

সামরিক শক্তিতে বিশ্বের কোন কোন দেশ কত নম্বরে অবস্থান করছে, ২০২০ সালের সে তালিকা প্রকাশ করেছ গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি)।
১৩৮টি দেশের ৫০টিরও বেশি মাপকাঠির ভিত্তিতে জিএফপি নামের একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের ‘২০২০: মিলিটারি স্ট্রেন্থ র্যাংকিং’ তালিকা প্রকাশ করে।
প্রকাশিত তালিকায় দেখা গেছে, প্রতিবছরের মত এ বছরও সামরিক শক্তিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া। অন্যদিকে, তৃতীয় চীন ও চতুর্থ স্থানে ভারত।
আরো পড়ুন: সামরিক শক্তিতে বিশ্বের শ্রেষ্ঠ মুসলিম দেশ
বিপরীতে ১৩৮টি দেশের মধ্যে সামরিক শক্তিতে সর্বশেষ, ১৩৮তম অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান। সবচেয়ে কম সামরিক শক্তির দেশের তালিকায় ২য় অবস্থানে আছে আফ্রিকার দেশ লাইবেরিয়া। এছাড়া ৩য়, ৪র্থ ও ৫ম অবস্থানে আছে যথাক্রমে সোমালিয়া, সুরিনাম ও সিয়েরা লিওন।
সময় সংবাদের পাঠকদের জন্য সবচেয়ে কম সামরিক শক্তির ১০টি দেশের তালিকা নিচে তুলে ধরা হলো।
১. ভুটান
২. লাইবেরিয়া
৩.সোমালিয়া
৪.সুরিনাম
৫. সিয়েরা লিওন
৬.বসনিয়া
৭. পানামা
৮. লাওস
৯. গেবন
১০. সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক
Related News

আইন বাস্তবায়নে জ্ঞান ও সহিষ্ণুতার: একটি পর্যবেক্ষণ -দিপু সিদ্দিকী
চেতনা- চিকিৎসক হেনস্থার ঘটনায় যারা বলছেন “They were just doing their job” যারা বুঝতে পারছেনRead More

নাজনীন,নিয়মানুবর্তিতা ও ভাষাসংগ্রামীআহমদ রফিক — জাঁ-নেসারওসমান
।। নাজনীন,নিয়মানুবর্তিতা ও ভাষাসংগ্রামীআহমদ রফিক।। এম.এস.নাজনীন(ছদ্মনাম)। ব্যাংকেরম্যানেজার। বাব্বা, ব্যাংকেরম্যানেজার। কত্তবড় দায়িত্বরে. বাবা। জনসাধারণেরগচ্ছিতআমানতের. দেখ ভাল,Read More