সামরিক শক্তিতে বিশ্বে ৪৬তম অবস্থানে বাংলাদেশ

সামরিক শক্তিতে বিশ্বে ৪৬তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।
২০২০ সালের সদ্য প্রকাশিত তালিকা থেকে পাওয়া গেছে এ তথ্য। তালিকায় ১৩৮ টি দেশের মধ্য ৪৬ নাম্বারে অবস্থান করছে বাংলাদেশ।
৫০টিরও বেশি মাপকাঠির ভিত্তিতে গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি) নামের একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের ‘২০২০ : মিলিটারি স্ট্রেন্থ র্যাংকিং’ তালিকা প্রকাশ করে। প্রকাশিত তালিকায় ০.৭০৬৬ শক্তিসূচক নিয়ে ৪৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
প্রকাশিত তালিকায় দেখা গেছে, প্রতিবছরের মত মতো এ বছরও সামরিক শক্তিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া। অন্যদিকে, তৃতীয় চীন ও চতুর্থ স্থানে ভারত। এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে পাকিস্তানের অবস্থান ১৫ তে। বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের অবস্থান ৩৫তম।
১৩৮টি দেশের মধ্যে সামরিক শক্তিতে সর্বশেষ, ১৩৮তম অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান।
উল্লেখ্য, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিবছরই বাড়ানো হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীর বহর ও সক্ষমতা। সশস্ত্রবাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বাড়াতে ২০২০-২১ প্রস্তাবিত অর্থবছরে এ খাতে ৩৪ হাজার ৪২৭ কোটি টাকার পরিচালন ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে।
প্রতিরক্ষা খাতে বিগত ২০১৯-২০ অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ৩২ হাজার ৬৫০ কোটি টাকা। বিগত অর্থবছরের তুলনায় প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা।
Related News

৩টি বিলে রাষ্ট্রপতির অনুমোদন
আইরিন নাহার: রাষ্ট্রপতি আব্দুল হামিদ একাদশ জাতীয় সংসদ (জেএস)-এর একাদশ এবং ২০২১ সালের প্রথম অধিবেশনেRead More

এন্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহার বন্ধ করতে বৈশ্বিক পদক্ষেপ নেয়ার জন্য প্রধানমন্ত্রীর ৬ প্রস্তাব
দিপু সিদ্দিকীঃ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবজাতি বিপন্ন হতে পারে নীরবে বিকশিত এমন জীবাণুনাশক ওষুধ অকার্যকরRead More