শিরোপা জয়ের আনন্দে শামিল হাজারো অলরেড ভক্ত
কথা ছিলো অ্যানফিল্ডে জড়ো হবে না কোনো সমর্থক। কিন্তু শিরোপা উদযাপনের দিন ঠিকই করোনা ভাইরাস উপেক্ষা করে অ্যানফিল্ডের সামনে হাজির হয় হাজারো অলরেড ভক্ত। নেচে গেয়ে আনন্দ উদযাপন করে শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করে নেয় প্রিয় দল লিভারপুলের সঙ্গে। তবে, এসময় কোন স্বাস্থ্যবিধি মানেননি সমর্থকরা।
মুখে মাস্ক নেই। নেই প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা। বলছি লিভারপুলের এসব ফুটবলপ্রেমী ভক্তদের কথা। এই করোনার মধ্যেও নিষেধাজ্ঞা অমান্য করে ইপিএল শিরোপা উদযাপনের দিন হাজির হয়েছে অ্যানফিল্ডের সামনে। যেখানে আগে থেকেই নিষেধাজ্ঞার পাশাপাশি লিভারপুলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিলো স্টেডিয়ামের সামনে জড়ো না হতে। কিন্তু কে শোনে কার কথা?
চেলসির বিপক্ষে লিভারপুলের ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামে জড়ো হয় সমর্থকরা। স্বাগত জানায় প্রিয় দলকে। এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উদযাপনের মাত্রাও বাড়তে থাকে। সেই সঙ্গে বাড়তে থাকে ভীড়। যেনো মহামারী বলে পৃথিবীতে কিছু নেই। সংক্রমণের ঝুকিঁ নিয়েও এই করোনার মধ্যেই অ্যানফিল্ডের সামনে জড়ো হয় হাজারো সমর্থক।
খেলার সময় স্টেডিয়ামের বাইরে চলে আঁতশবাজির ফোয়ারা। নেচে-গেয়ে রং উড়িয়ে সমর্থকরা মেতে ওঠেন আনন্দ উদযাপনে। হবেই বা না কেন? তিন দশক পর গিয়ে যে, স্বপ্নের শিরোপা জিতেছে প্রিয় দল। তাই
কাছ থেকে প্রিয় ফুটবলারদের দেখা না হোক। কিংবা স্বপ্নের ট্রফি ছোঁয়া না হোক। অ্যানফিল্ডের বাইরে থেকেই দলের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছে লিভারপুল ভক্তরা।
Related News

বাংলাদেশ সফর: প্রথম টেস্টে ক্যারিবীয়রা সবাই ‘নেগেটিভ’
বাংলাদেশে সফর শুরুর আগে প্রথম তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে ক্যারিবিয়ানদের। সোমবার প্রথমবার তাদেরRead More
ম্যানসিটিতে করোনার থাবা, স্থগিত ম্যাচ
বড়দিনে ইউরোপের অন্য বড় লিগের খেলা বন্ধ থাকলেও প্রিমিয়ার লিগ ঐতিহ্য মেনে আয়োজন করে বক্সিংRead More