বরিশালে মৃত্যুর পরেও রিপোর্টে স্বাক্ষর, চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড

বরিশালে জাল পদবী ও মেডিকেল টেস্ট রিপোর্টে জাল স্বাক্ষর ব্যবহার করায় এক চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারের দুই মালিককে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এবং ডায়াগনস্টিক সেন্টারও সিলগালা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাত পৌনে ৮টায় নগরীর জর্ডন রোডে দি সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেস নামে ডায়গনস্টিক সেন্টার সিলগালা করা হয়।
কারাদন্ডপ্রাপ্তরা হচ্ছেন ওই ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডাঃ নূর এ সরোয়ার সৈকত, মালিক দুই জন একে চৌধুরী ও জসিম উদ্দিন মিলন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান জানান, শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক না হয়েও কলেজের নাম ব্যবহার করায় চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
অপরদিকে ডায়াগনস্টিক সেন্টারে আগে কর্মরত প্যাথলজিস্ট ডাঃ গাজী আমানুল্লাহ খান গত ১৯ জুলাই মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরও তার স্বাক্ষর রিপোর্টে ব্যবহার করায় ডায়াগনস্টিক সেন্টারের দুই মালিককেও ৬ মাস করে কারাদণ্ড দেয়া হয়।
এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মুন্সি মুবিনুল হক, র্যাব-৮এর সিনিয়র এএসপি মুকুর চাকমা।
Related News
উপবৃত্তির টাকা আত্মসাতের চেষ্টা করছে হ্যাকাররা
প্রেস ওয়াচ ডেস্কঃ ফেনীর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের চেষ্টা করছে হ্যাকাররা। ইতোমধ্যে হ্যাকিংRead More

প্রধানমন্ত্রীর অবতরণস্থলে বোমা মামলার রায়ে ১৪ জনের মৃত্যুদন্ড
ঢাকা, ২৩ মার্চ, ২০২১ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গোপালগঞ্জের কোটালিপাড়ায় হেলিকপ্টার অবতরণের স্থানেRead More