৩১ জুলাই ঈদুল আজহা পালিত হবে মধ্যপ্রাচ্যে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই মধ্যপ্রাচ্যে আগামী বুধবার থেকে জিলহজ মাস শুরু হবে। ৩১শে জুলাই (শুক্রবার) ঈদুল আজহা উদযাপন করা হবে।
সোমবার সৌদি আরবের সর্বোচ্চ আদালত জানায়, মঙ্গলবার ৩০শে জিলকদ। ২২শে জুলাই জিলহজ মাস শুরু হবে। সে হিসেবে ৩১শে জুলাই ঈদুল আজহার প্রথমদিন।
হিজরি মাস নির্ধারণে গঠিত চাঁদ দেখা কমিটির বৈঠকের পর বলা হয়, সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার চাঁদ দেখা যাবে বলেও জানানো হয়।
বলা হয়, ২২শে জুলাই জিলহজ মাসের প্রথমদিন এ বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। এতে সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের ১০ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন। করোনা ভাইরাসের সংক্রমণরোধে সৌদি আরবের সিদ্ধান্তে এ বছর সীমিত আকারে হজ অনুষ্ঠিত হচ্ছে।
Related News

করোনা সংক্রমণ রোধে ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে বিধি-নিষেধ প্রতিপালন করুন : পুলিশ কর্মকর্তাদের আইজিপি
প্রেসওয়াচ রিপোর্টঃঢাকা, ১৪ এপ্রিল ২০২১ : করোনা সংক্রমণ প্রতিরোধে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকারিRead More

বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রদত্ত প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ
প্রেস ওয়াচ রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ প্রদানRead More