খন্ডিত চেতনার দেশে – ড. দিপু সিদ্দিকী

খণ্ডিত চেতনার দেশে

– ড. দিপু সিদ্দিকী

খণ্ডিত মন, খণ্ডিত চোখ,

স্বপ্নগুলো সব ছিন্ন রোদের দোহাই।

ভাষা বিভক্ত, বিভক্ত পথ,

মানুষগুলো আজ চিনছে কই?

 

একটি দেশ, এক প্রাণ,

তবু কতো শত গোত্রের দেয়াল!

শহর থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা,

বিরোধ জমে, দাঙ্গার চিহ্ন চেপে যায় কাল।

 

দল বদলায়, পতাকা ওঠে,

পতাকা নামলেই পরিচয় মরে।

মানুষের আগে দলের নাম,

মানুষ থাকেনা মানুষের ঘরে।

 

শিশু শিখে, খণ্ডিত শিখায়,

একজন অন্যজনের শত্রু যেন!

অবশেষে বিভাজনের ঘূর্ণিপাকে,

ভবিষ্যৎ নিঃশেষ হয় হেন।

 

জাতিরাষ্ট্র, জাতির শিক্ষা,

তবেই মুছে যাবে বিভেদের রেখা।

শৈশব থেকে মানবতা শেখাই,

একা নয়, গড়ি এক জাতির একিকা!

 

হোক আলো, হোক মৈত্রী,

ভাঙুক বিভেদ, জাগুক চেতনা।

একটি দেশ, একটি প্রাণ,

এই হোক নতুন প্রেরণা!

 

 

 

২.

খণ্ডিত হৃদয়ের দেশে

– ডক্টর দিপু সিদ্দিকী

খণ্ডিত চোখে দেখি স্বপ্নগুলো ভাঙে,

খণ্ডিত মনে গড়ে বিভেদের বাঁধা।

মানুষে মানুষে দূরত্ব বাড়ে,

বিভক্ত দলাদলি রক্তে আঁকে কাঁদা।

 

পাড়ায় পাড়ায়, শহরে, গ্রামে,

গোত্রের নামে বিভেদ থামে?

মানুষ কোথায়? দলই বড়,

মানুষের চেয়ে পরিচয় ঘোর।

 

কখনো কি আসবে পূর্ণতার আলো,

যেখানে মানুষ, মানুষই ভালো?

যেখানে শিশুর প্রথম পাঠ—

দেশপ্রেম, ন্যায় আর নীতি সতত।

 

জাতির রাষ্ট্র চাই, চাই ঐক্যের গান,

তবেই মিলবে মুক্তির মান।

যতদিন শিশু শিখবে না চেতন,

পরিবর্তন আসবে কেমন?

 

খণ্ডিত মন, খণ্ডিত চাওয়া,

পথ হারাবে জাতির গাওয়া।

পূর্ণ করো হৃদয়, গড়ো সেতু,

মানুষ হোক মানুষ, থাক শেকড় বেঁধে।

 

 

 

Share: