কে দামি? সে কি যে মূল্য চায়?
নাকি যে মূল্য ত্যাগে হারায়?
একজন ফিরিয়ে দেয় আপন প্রাপ্য,
অন্যজন চায় দশগুণ আরও ব্যাপ্য।
কে দামি? যে আলো ছড়ায়,
নাকি যে ছায়ায় নিজেকে গড়ায়?
কেউ শিক্ষা বিকায়, কেউ শিক্ষা বিলায়,
কেউ শাসন গড়ে, কেউ শোষণ চালায়।
কে দামি? যে নীতি আঁকড়ে,
নাকি যে লোভে ডুবিয়ে রাখে?
একজন ত্যাগে অমর আদর্শ,
অন্যজন গড়ে সস্তা সমর্পণ।
কে দামি? যে ছাত্রের পাশে,
নাকি যে ক্ষমতার আশে-পাশে?
যে নিজেকে রাখে মাটির সমান,
সে কি দামি নয়?—ভাবো একবার!
আমরা কবে সেই দিন পাব?
যেদিন শিক্ষার অভিভাবক রবে ন্যায়ের সাব,
কবে আসবে আদর্শের মানদণ্ড,
জ্ঞান হবে
মুক্ত, সত্য হবে স্পন্দন।
[ঢাকা ৬ মার্চ ২০২৫ রাত টা তিরিশ। উৎসর্গ -ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় সেই ভিসি যিনি তার প্রাপ্য বেতন ভাতা সরকারি কোষাগারে ফিরিয়ে দিয়েছিলেন। যিনি আজ ইনটেনসিভ কেয়ারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।]