অতীত পেছনে ফেলে সামনে যাওয়ার বড় সুযোগ এসেছে বাংলাদেশের: ভলকার টুর্ক

জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক বলেছেন, বাংলাদেশের জন্য অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার একটি বড় সুযোগ এসেছে। এসময় তিনি জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি ক্ষত নিরাময়, সত্য বলা, পুনর্মিলন, জুলাই-আগস্ট স্মরণ ও সংস্কারের মতো বিষয়গুলোতে জোর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

 

বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় এক আলোচনায় বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভসংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন নিয়ে এক আলোচনায় তিনি এ কথা বলেন। তিনি প্রতিবেদন উপস্থাপন করেন, পরে তা নিয়ে আলোচনা হয়।

 

 

হোমজাতীয়

অতীত পেছনে ফেলে সামনে যাওয়ার বড় সুযোগ এসেছে বাংলাদেশের: ভলকার টুর্ক

বাংলা ট্রিবিউন ডেস্ক

০৬ মার্চ ২০২৫, ১৪:২৫

বক্তব্য দিচ্ছেন জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক

বক্তব্য দিচ্ছেন জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক

জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক বলেছেন, বাংলাদেশের জন্য অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার একটি বড় সুযোগ এসেছে। এসময় তিনি জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি ক্ষত নিরাময়, সত্য বলা, পুনর্মিলন, জুলাই-আগস্ট স্মরণ ও সংস্কারের মতো বিষয়গুলোতে জোর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

 

বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় এক আলোচনায় বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভসংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন নিয়ে এক আলোচনায় তিনি এ কথা বলেন। তিনি প্রতিবেদন উপস্থাপন করেন, পরে তা নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশে অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতরের প্রতিবেদন জেনেভা থেকে গত ১২ জানুয়ারি প্রকাশ করা হয়। বুধবার আলোচনায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ায় সুবিচার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। সূত্র বাংলা ট্রিবিউন।

Share: