তবে আমি কোথায় যাই?
প্রাণ খুলে কথা কোথায় ভাই!
আমি তো প্রাণ খুলে বলতে চাই,
শুনতে চাই সেই কথার সুর,
যেখানে মিশে থাকে সত্যের নূর।
গুরু কেন শিখিয়েছিল তবে,
মন খুলে বলতে, শুনতে তবে?
যদি বাজারের সনদ-সওদাগর
আমার ভাষা কিনে নেয়—
তারপর তাতে রঙ মেখে,
নিজের মতো চালায় লেখে!
আমি আর মিশতে চাই না ওদের ভিড়ে,
শিক্ষা যেখানে কেবলই সনদ কেনাবেচা,
দীক্ষার আলো নিভে গেছে সেখানে,
উপাধির ভারে নত মস্তক,
অহংকারের পারদ চড়ে বেহিসাবি,
আমি কেমন করে থাকি তবু নিস্তব্ধ?
বৃত্ত-বৈভবের অহংকারে,
নির্লজ্জ সনদের উত্তাপে,
আমি দিশেহারা, আমি ক্লান্ত,
কবি কি তবে স্বার্থপর?
না কি সে রুখে দাঁড়ানোর একা সৈনিক?
তবু মনে হয়, পেরিয়ে যাই—
সব রুদ্ধ পথ, সব গণ্ডি,
অন্ধ মোহের বৃত্ত ভেঙে
বিজন বিভুইয়ে হয়ে যাই!

— দিপু সিদ্দিকী