দ্বৈতবাদের মুখোশ
– ডক্টর দিপু সিদ্দিকী
দ্বৈততবাদ দ্বিভাব, দ্বিমুখী নীতি,
মানুষের পথে পথে দ্বন্দ্বের গীতি।
দেবতা অসুরের গাথা এক সাথে,
পোশাকের আড়ালে সত্য লুকোতে।
যতোই বলুক সে সত্যের কথা,
মিথ্যের সুরে ভরে চারিপথা।
স্বৈরতন্ত্র নিন্দায় মুখর প্রতিটি,
অভ্যন্তরে লুকায় স্বৈরাচারী জিতি।
যতোই ভরে সে সিন্দুকের থলে,
ভিখিরির শূন্যতা হৃদয়ে দলে।
রূপের প্রসাধন যতই পরায়,
কুৎসিত ছায়া তাকে আড়াল করে যায়।
সাম্যবাদী বুলি যতই প্রচারে,
অভিলাষ সাম্রাজ্যে হৃদয় আঁধারে।
মানবতার ছদ্মবেশ যতই ধরি,
অমানুষ লালনে অন্তর ভরি।
যদি আয়নায় মুখ নয় অন্তর ফুটে,
মানুষ নিজেই আয়না ভেঙে ছুটে।
প্রহেলিকা চিরন্তন সত্যকে ঢাকে,
মানুষের ছদ্মবেশ শত রূপ মাখে।