হে
হেলাল হাফিজ,
তুমি চলে গেছ ঠিকই,
কিন্তু তোমার রেখে যাওয়া,
প্রতিটা মূহুর্তে একা থাকার কষ্ট,
হেলেনকে মনে করে ভুলে থাকার যন্ত্রণা,
জীবনে কাউকে আপনকরে না পাওয়ার বেদনা,
সবই দিয়ে গেলে আমায়।
মানুষের প্রতিটা অবহেলা,
আপন মানুষদের অযত্ন,
রাষ্ট্রের অসহযোগী মনভাব,
বাংলামায়ের মলিন মুখ,
সব দেখতে রেখে গেলে আমায়।
তোমার নিরবতায়,
হাকিম চত্বর নিরবে নর্জন হয়ে আছে।
তোমার ভালবাসায়,
শাহবাগের সেই শিশুটি এখনো হাসে,
তোমার আদরে,
মিলন মোরালের কুকুরটি আজ অপেক্ষায়,
তুমি আর আসবেনা জেনেও,
অপেক্ষায় আছে কতজন,
তুমি আসবেত এই চারুকলায়?
ছবির হাটে,
বকুল তলায়,
তোমার কবিতা পরে
কতজন প্রেমিকা প্রেমে ডুবেছে প্রেমিকের,
সে হিসাব করা কঠিন।
তুমি রয়ে যাবে পাঠকের হৃদয় দেয়ালে
আজ তোমাকে খুজতে গিয়ে সকালে,
মৃত পেলাম বিকেলে।
তোমার সাহিত্যের,
সেই কবিতা শুনে,
আমরা দামাল ছেলেরা,
বাশের লাঠিতে,
স্বাধীনতার ফলে ছিঁড়ে নিয়ে এসেছি।
তোমার যৌবনের কবিতা শুনে,
এখনো জেগে গিয়ে গর্জে উঠি শত্রুর সাথে,
এখনো মাঠে ঘাটে চিৎকার করি জুলুমের বিরুদ্ধে,
তোমার প্রতিটা কবিতার বজ্রচরণ আমার সাহস।
তোমার প্রতিটা শব্দ চিৎকার আমার অনুপ্রেরণা
আমার আশা আমার ভালবাসা।