স্থানীয় সময় রোববার দুপুরে ক্যালিফোর্নিয়া রাজ্যের উত্তরাঞ্চলে ব্রেন্টউড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, আমট্রাক নামে দ্রুতগামী একটি কমিউটার ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায় প্রাইভেট কারটি।
এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। গুরুতর আহত অবস্থায় শিশুসহ তিনজনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। এখন পর্যন্ত হতাহতদের পরিচয় প্রকাশ করা হয় নি। তবে ট্রেনে থাকা ৮০ জন যাত্রীর তেমন কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনার কারণ বের করতে শুরু হয়েছে তদন্ত।
খবরে বলা হয়, দুর্ঘটনার পরপরই উদ্ধারের জন্য স্থানীয় অগ্নিনির্বাপক বাহিনী ডাকা হয়। তারাই উদ্ধার করে আহতদের হাসপাতালে নেয়। অগ্নিনির্বাপক বাহিনীর এক কর্মকর্তা জানান, ব্রেন্টউড এলাকার ওই স্থানে কোনো ট্রাফিক নেই। ফলে বছরে এক-দুইবার দুর্ঘটনা ঘটে। আর উদ্ধারের জন্য তাদের ডাক পড়ে।