বসতঘরের চারপাশে থই থই পানি, ত্রাণের জন্য হাহাকার

বসতঘরের চারপাশে থৈ থৈ করছে বানের জল। বানের পানি আর ভিটের মাটি প্রায় ছুঁই ছুঁই করছে। কাঁচাভিটের বসতঘর কোমর পানিতে ডুবে আছে। হাওড়বাসী গবাদিপশু রেখে এসেছেন উঁচু জায়গায়।

পাঁচ দিন ধরে বানের পানিতে ঘরছাড়া সুনামগঞ্জ পৌরসভার কালীপুর গ্রামে এ দৃশ্য চোখে পড়ে।


শনিবার (২১ মে) এলাকার রিকশাচালক আলী হোসেন ও আকলিমা খাতুন দম্পতির সঙ্গে কথা হয়।

তারা জানান, কাঁচাভিটের বসতঘর কোমর পানিতে ডুবে আছে। দুই মেয়ে এক ছেলেকে নিয়ে উঠেছেন আত্মীয়ের বাড়িতে। পাঁচ দিন পরেও তাদের ভাগ্যে জোটেনি সরকারি কোনো সাহায্য সহযোগিতা। এমনকি জনপ্রতিনিধিগণ বন্যা কবলিত কালীপুর গ্রামে আসেননি। বানভাসি মানুষের কাছে এমন অভিযোগ করেন তারা।


একই গ্রামের দিনমজুর দম্পতি শিল্পী বেগম লিটন মিয়া বলেন, পাকা ঘর তৈরির সামর্থ নেই তাদের বানের জল ঘরে খেলা করছে। রান্নাঘর বসতঘর সবই ডুবে গেছে। তারা এখন অন্যের বাড়তে বসবাস করছেন।

কালিপুর গ্রামের পলেহা খাতুন বলেন, স্বামী অনেক আগেই মারা গেছেন। এক ছেলে এক মেয়ে সংসার। মেয়েকে বিয়ে দিয়েছেন। এখন ছেলে মনিরুল ইসলাম মনির ও ছেলের বউ আমেনা খাতুন ও দুই নাতি নিয়ে তাদের সংসার। পানিবন্দি হয়ে পড়ায় তাদের পরিবারের সবার আয় রোজগার বন্ধ।
Share: