ঘূর্ণিঝড় ‘অশনি’ মোকাবিলায় উপকূলীয় জেলা সাতক্ষীরায় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সোমবার (৯ মে) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় জেলা প্রশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের জানান, জেলায় ২৮৭ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যেখানে ১ লাখ ৬০ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে রাখতে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
এর মধ্যে উপকূলীয় উপজেলা শ্যামনগরে ১৮১ টি ও আশাশুনিতে ১০৬টি আশ্রয় কেন্দ্র রয়েছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার মজুত রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৫ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ পর্যাপ্ত সুপেয় পানি।