বঙ্গবন্ধু সামষ্টিক উদ্যোগে বিশ্বাসী ছিলেন : ড. কলিমউল্লাহ

এম।হকঃ ৩১,ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে আলোচনা সভার ১৫২তম পর্ব অনুষ্ঠিত হয়। জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ইউএন ডিজএ্যাবিলিটি রাইটস্ চ্যাম্পিয়ন আবদুস সাত্তার দুলাল এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন উত্তর কুমিল্লা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মোঃ জাকির হোসেন আজাদ ও ভারতের টেলিভিশন ব্যক্তিত্ব ও কলামিস্ট পিনাকী ভট্টাচার্য। সভায় গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন অস্ট্রেলিয়া থেকে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ফেলো ড.তানভীর ফিত্তীণ আবীর এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন কুমিল্লার লাকসাম থেকে প্রভাষক কামাল উদ্দিন । সভাপতির বক্তৃতায় ড. কলিমউল্লাহ বলেন,বঙ্গবন্ধু সামষ্টিক উদ্যোগে বিশ্বাসী ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় আবদুস সাত্তার দুলাল,বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু আখ্যায়িত করে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য দুর্নীতি রোধে জনগণকে এগিয়ে আসতে হবে। পিনাকী ভট্টাচার্য, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশের সমৃদ্ধি কামনা করেন এবং এদেশবাসিকে নতুন বছরের শুভেচ্ছা জানান। ড.আবীর বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের কঠোরতার ওপর গুরুত্বারোপ করেন । জাকির হোসেন আজাদ বলেন, আমাদের দেশে রাজনৈতিক নেতৃত্বের বিকাশের জন্য দক্ষ,যোগ্য ও বহুমুখি প্রতিভাবানদের জায়গা করে দিতে হবে। কামাল উদ্দিন ,দক্ষ ও গুণীজনদের আওয়ামীলীগের নেতৃত্ব প্যানেলে সংযুক্ত করার আহ্বান জানান। দিপু সিদ্দিকী বলেন,পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন। তিনি বাঙ্গালী জাতিকে মুক্ত করতে গিয়ে প্রতিদিনই সৃষ্টি করেছেন ইতিহাস এবং আমাদের পৌঁছে দিয়েছেন এক অনন্য উচ্চতায়। সভায় সূচনা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম মুর্শিদ অর্ণব । সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক,বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিকী। এছাড়াও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন সোনালী ব্যাংকের কর্মকর্তা ইএন রুমা।

Write to
Share: