Main Menu

কোন সে ভাষা – মোঃ নজরুল ইসলাম

সফেদ সমুদ্রের শুভ্র জলরাশির কলতান,
অপূর্ব সুর লহরীর বাঙময় ঐকতান,
ঐন্দ্রজালিক মোহ মমতায় রুপালী শব্দের আনাগোনা,
স্বপ্নে বিভোর কোন সে ভাষা? মমতায় চিরচেনা।

চৈতালী হাওয়ার উদাস টানে শুকনো পাতা,
ঝরে পড়ে ভূমি শয্যায়, চির চেনা মমতা
কোন সে ভাষায় আঁকে আলপনা যত?
হৃদয়ের অলিগলিতে বিচরণ অবিরত।

সন্ধ্যার আলো আধারির স্বপ্নময় সন্ধিক্ষণে,
ঘরে ফেরা পাখিদের কলরব কুজনে,
কোন সে ভাষার সুধাময় সুর লহরী?
চৈতন্যে এনে দেয় সুবাসিত মঞ্জরি।

দুটি মনের অজান্তেই নিরব কথোপকথন,
ছন্দময় চোখের নিঃসীম গভীরতায় সন্তরণ,
কোন সে ভাষার লীলাময় ছান্দসিক নৃত্য?
এঁকে দেয় দুটি মনে ভালবাসার বৃত্ত।

কবি মোঃ নজরুল ইসলাম

ঢাকা,২০/০২/২০২১


Related News