আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এম আই দাখিল মাদ্রাসায় তাৎপর্যময় আয়োজন

মানিকদিয়া ,ঢাকা,প্রেসওয়াচ রিপোর্টঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এম আই দাখিল মাদ্রাসা একটি সুন্দর বর্ণাঢ্য তাৎপর্যময় অনুস্ঠানের আয়োজন করে।বসন্তের সুন্দর মনোরম পরিবেশে কোমলমতি শিক্ষার্থী এবং শিক্ষকদের উপস্থিতিতে মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্প পল্লবে সুসজ্জিত ক্যাম্পাস সত্যিই উপভোগ্য ছিল।শিক্ষার্থীদের হামদ নাত, সুন্দর হাতের লেখা এবং ভাষা দিবসের উপর কুইজ প্রতিযোগিতা অনুস্ঠানটির ভিন্নমাত্রা যোগ করে। অনুস্ঠানে কবি ও রাজনীতিবিদ নজরুল ইসলাম সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুস্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নজরুল ইসলাম বলেন, এ ধরনের অনুস্ঠান এভাবে যদি সকল প্রতিস্ঠান জাতীয় দিবসগুলো পালন করে তাহলে নতুন প্রজন্ম আমাদের অতীত সংগ্রাম মূখর দিনগুলো, ইতিহাস ঐতিহ্য, গৌরব গাঁথা সম্পর্কে জানতে পারবে।তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এম আই দাখিল মাদ্রাসা একটি সুন্দর বর্ণাঢ্য তাৎপর্যময় অনুস্ঠানের আয়োজনের জন্য মাদ্রাসার গভর্নিংবডিকে সাধুবাদ জানান।


Related News
মুন্সীগঞ্জের গজারিয়ায় হামদর্দ জেনারেল হাসপাতালের উদ্বোধন
ফাহমিদা হুসাইন চৌধুরী ও আসপিয়া সুলতানাঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় হামদর্দ জেনারেল হাসপাতালের উদ্বোধন হয়েছে । গজারিয়ায়Read More
গোপালগঞ্জে সমাহিত খোন্দকার ইব্রাহিম খালেদ
গোপালগঞ্জে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদের দাফন সম্পন্ন হয়েছে। বুধবারRead More