Main Menu

ফিল্ডিংয়ের সময় মাঠে না থাকার কারণ জানালেন তামিম

তামিম ইকবাল

তামিম বিসিবির মেডিকেল টিমের পরামর্শ মেনেই প্রথম ইনিংস শেষ হওয়ার আগে হোটেলে ফিরে গিয়েছিলেন। এক অডিও বার্তায় তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘গতকাল (শুক্রবার) থেকেই আমার শরীর একটু খারাপ ছিল। আজ (শনিবার) ব্যাটিং করে ড্রেসিংরুমে ফেরার পর শরীর আরও বেশি খারাপ করে। প্রচণ্ড দুর্বল অনুভব করছিলাম। বিসিবির মেডিকেল টিম পরীক্ষা করে আমাকে দ্রুত হোটেলে ফিরে যাওয়ার পরামর্শ দেয়। আউট হয়ে ফেরার কয়েক ওভার পরই আমি হোটেলে ফিরে আসি।’

রবিবার সকালে তামিমের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হবে। সবকিছু ঠিক থাকলে সোমবার এলিমিনেটর ম্যাচটি তিনি খেলবেন, ‘কালকে (রবিবার) আমার সবধরনের পরীক্ষা করা হবে। সবার দোয়া কামনা করছি। সুস্থ থাকলে এলিমিনেটর ম্যাচ খেলবো বলে আশা করছি।’


Related News