ব্রুডার সভাপতি আবীর, সাধারণ সম্পাদক আমরিন

বেরোবি প্রতিনিধি:বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশনের (ব্রুডা) নবম কাউন্সিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে ফেসবুক লাইভের মাধ্যমে প্রচারিত এই অনুষ্ঠানে ব্রুডার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়। এতে সভাপতি পদে আসাদুজ্জামান আবীর ও সাধারণ সম্পাদক পদে মিফতাহুজ্জান্নাত আমরিনকে মনোনীত করা হয়।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আজবা আশরাফি, অর্থ সম্পাদক পদে নুসরাত জাহান নিশাত মনোনীত হয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবির উপাচার্য ও ব্রুডার প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।
প্রধান অতিথির বক্তব্যে তিনি নতুনদের শুভকামনা জানিয়ে বলেন, ব্রুডার নতুন কমিটি তাদের কাজের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা করছি। ব্রুডার ৮ম কাউন্সিলের সভাপতি মাকসুদুল হাসান অন্তরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রুডার চিফ মডারেটর ও বাংলা বিভাগের প্রধান অধ্যাপক পরিমল চন্দ্র বর্মন, ব্রুডার মডারেটর ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্রুডার বিতার্কিক ও সংগঠক সাবেক সভাপতি শিখা রায়, কামরুজ্জামান রানা, সাবেক সাধারণ সম্পাদক সালমান বিন হাফিজ ও সাবেক সহ-সভাপতি সাদিয়া সুলতানা।
বিশেষ অতিথির বক্তব্যে তাবিউর রহমান প্রধান বলেন, নতুনদের কাছে প্রত্যাশার জায়গাটা অনেক বেশি। সামনের দিনগুলোতে তারা আরো ভালো কিছু করবে-এই প্রত্যাশা করি। ভবিষ্যতে ব্রুডার প্রতি তাদের এই পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলে নতুন কমিটিকে আশ্বস্ত করেন পরিমল চন্দ্র বর্মন।
Related News
হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ১৬ ডিসেম্বরকে স্বাধীনতা দিবস ঘোষণা!
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) ওয়েবসাইটে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচিRead More

ব্রুডার সভাপতি আবীর, সাধারণ সম্পাদক আমরিন
বেরোবি প্রতিনিধি:বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশনের (ব্রুডা) নবম কাউন্সিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সোমবারRead More