শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে সকল ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, ঘন কুয়াশার কারণে চ্যানেলে মার্কিং দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়। এখন শিমুলিয়া ঘাটে দুটি ফেরি আছে। তবে, ঘাট ছেড়ে যাওয়া চারটি ফেরি বাংলাবাজার পৌঁছাতে পেরেছে কিনা তা এখনও জানতে পারিনি।
শিমুলিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় এখনও তিন শতাধিক যান রয়েছে বলে জানান তিনি।
এদিকে, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঘন কুয়াশার কারণে গতকাল সোমবারও ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
Related News
শুরু হচ্ছে পতেঙ্গায় প্রস্তাবিত বে-টার্মিনাল রেলওয়ে সংযোগের কাজ
গোলাম মাহবুব ঃ প্রস্তাবিত বে-টার্মিনাল রেলওয়ে সংযোগ চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় প্রস্তাবিত বে-টার্মিনাল রেলওয়ে সংযোগ প্রকল্পেরRead More

বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
প্রেসওয়াচ রিপোর্টঃ বগুড়ার দুপচাঁচিয়ার মাঠের পুকুর এলাকায় বুধবার বিকালে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লেগেছে। এতেRead More