বগুড়ায় আরও ৩৫ জনের করোনা শনাক্ত
বগুড়ায় মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা নয় হাজার ৮৭ জন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।
বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, দুটি পিসিআর ল্যাবে ১৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল ল্যাবে ১৮৯ জনের মধ্যে ৩৩ জনের করোনা শনাক্ত হয়। টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল ল্যাবে চার জনের নমুনা পরীক্ষা করে দুজনের শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে সদরে ২৯ জন, শেরপুরে তিন জন, কাহালুতে দুজন ও সারিয়াকান্দিতে একজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ জন। এ নিয়ে জেলায় সুস্থ হয়েছেন আট হাজার ২২২ জন। বর্তমানে বাড়ি ও হাসপাতালে চিকিৎসীন আছেন ৬৫২ জন। মারা গেছেন ২১৩ জন।
Related News
শুরু হচ্ছে পতেঙ্গায় প্রস্তাবিত বে-টার্মিনাল রেলওয়ে সংযোগের কাজ
গোলাম মাহবুব ঃ প্রস্তাবিত বে-টার্মিনাল রেলওয়ে সংযোগ চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় প্রস্তাবিত বে-টার্মিনাল রেলওয়ে সংযোগ প্রকল্পেরRead More

বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
প্রেসওয়াচ রিপোর্টঃ বগুড়ার দুপচাঁচিয়ার মাঠের পুকুর এলাকায় বুধবার বিকালে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লেগেছে। এতেRead More