বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ


প্রেসওয়াচ রিপোর্টঃ কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
শনিবার (৫ ডিসেম্বর) রাতে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা ভাস্কর্য অবমাননাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী আগামীকাল রোববার ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত প্রতিটি থানা ও ওয়ার্ডে বিকেল ৩টায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন।
সমাবেশ শেষে বঙ্গবন্ধু এভিনিউ হয়ে জিপিও মোড় ঘুরে পীর ইয়ামেন মার্কেটের সামনে মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় ভাস্কর্যবিরোধীদের বিপক্ষে স্লোগান দেন বিজ্ঞান প্রযুক্তি ও বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম।
উল্লেখ্য, কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে রাতের আঁধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় নির্মাণাধীন এ ভাস্কর্যের মুখ ও হাতের অংশে ভাঙচুর করা হয়।
Related News
উদ্বোধনের অপেক্ষায় পার্বত্য অঞ্চলের প্রথম স্থলবন্দর
প্রেসওয়াচ রিপোর্টঃ খাগড়াছড়ির রামগড় এলাকায় পার্বত্য অঞ্চলের প্রথম স্থলবন্দরটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এই স্থলবন্দরটি চালুRead More
বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসার আহ্বান
দেশের বন্যপ্রাণী রক্ষায় অবৈধ বাণিজ্য দমন এবং জনসচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেRead More