Main Menu

পদোন্নতি পাচ্ছেন মাধ্যমিকের ৬১৫৫ জন সহকারী শিক্ষক

শিক্ষা মন্ত্রণালয়

প্রেসওয়াচ রিপোর্টঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ হাজার ১৫৫ জন সহকারী শিক্ষককে সিনিয়র শিক্ষক হিসেবে পদে পদোন্নতি দেওয়ার জন্য খসড়া তালিকা প্রস্তুত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। গত ৩০ নভেম্বর স্বাক্ষরিত খসড়া তালিকাটি অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পদোন্নতির তালিকা নিয়ে কারও আপত্তি থাকলে বা কারও নাম বাদ পড়লে তা আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় প্রমাণসহ উপ-পরিচালকের (মাধ্যমিক) কাছে রেজিস্ট্রি ডাক ডাকযোগে আবেদন জানাতে হবে।
খসড়া তালিকায় স্থান পাওয়া সহকারী শিক্ষকদের মধ্যে যাদের এসিআর এখনও জমা পড়েনি তাদের এসিআর উপ-পরিচালকের দফতরে (মাধ্যমিক) রেজিস্ট্রি ডাকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসিআর ছাড়া প্রকাশিত খসড়া তালিকায় অন্য কোনও ভুল থাকলে তাও জানাতে হবে। এছাড়া নিয়োগও যোগদানের তারিখ, স্থায়ীকরণের তারিখ, জন্ম তারিখ, নিজ জেলা বিএড পাসের তারিখ সংক্রান্ত আপত্তি থাকলে জানাতে হবে।

আর খসড়া তালিকায় নাম না থাকলে প্রমাণসহ আবেদন dddshesecondary@gmail.com ঠিকানায় আগামী ৭ দিনের মধ্যে পাঠাতে হবে। খসড়া তালিকার কোনও কর্মকর্তা মৃত্যুবরণ করলে বা চাকরি থেকে অব্যাহতি পেলে বিষয়টি উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাধ্যমিককে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।


Related News