সৈয়দ এনামুল হকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২০ : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বাংলাদেশ সংবাদপত্র পরিষদের মহাসচিব ও ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা দৈনিক সকালবেলা’র সম্পাদক ও প্রকাশক সৈয়দ এনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন ।
বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৪ বছর বয়সে তার মৃত্যু সংবাদে তথ্যমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় হাছান মাহমুদ বলেন, আজীবন দেশের গণমাধ্যমে অবদান রেখে চলা সৈয়দ এনামুল হক ছিলেন সততা, নিষ্ঠা ও একাগ্রতার প্রতীক। সাংবাদিকতার সাথে বাংলাদেশ বেতারে দীর্ঘ তিন দশকের ইংরেজি সংবাদ উপস্থাপক হিসেবেও তার অবদানের কথা স্মরণ করেন তথ্যমন্ত্রী ।
সৈয়দ এনামুল হক দীর্ঘদিন কিডনিজনিত রোগে ভুগছিলেন। তিনি শিক্ষয়িত্রী স্ত্রী ও দুই মেয়েসহ অনেক আতœীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। (বাসস)
Related News

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
শাহ সুলতান নবীন,ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২১ : বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য পরিবেশেRead More

বাংলা ছাড়া ফাইল দেখবেন না বঙ্গবন্ধু
ডেইলি প্রেসওয়াচ ডেস্কঃ সিদ্ধান্ত হয়, বঙ্গবন্ধুর কাছে কোনও ফাইল পেশ করতে হলে তা বাংলায় লিখতেRead More