অভিমত-২০২০ : শীর্ষের তিন — আজ এক এবং সমান্তরাল আরেকটি-কবি জিয়া সাঈদ


অভিমত-২০২০ : শীর্ষের তিন
—— আজ এক এবং
সমান্তরাল আরেকটি
…. …. …. ..
সোনালী কাবিন- ১
আল মাহমুদ

সোনার দিনার নেই,
দেনমোহর চেয়ো না হরিণী
যদি নাও, দিতে পারি
কাবিনবিহীন হাত দুটি
আত্মবিক্রয়ের স্বর্ণ কোনকালে করিনি সঞ্চয়
আহত বিক্ষত করে চারদিকে চতুর ভ্রুকুটি ;
ভালোবাসা দাও যদি
আমি দেব আমার চুম্বন
ছলনা জানি না বলে
আর কোন ব্যবসা শিখিনি ;
দেহ দিলে দেহ পাবে, দেহের অধিক মূলধন
আমার তো নেই সখি,
যেই পণ্যে অলঙ্কার কিনি
বিবসন হও যদি
দেখতে পাবে আমাকে সরল
পৌরুষ আবৃত করে জলপাইর
পাতাও থাকবে না
তুমি যদি খাও আমাকে দিও সেই ফল
জ্ঞানে ও অজ্ঞানে দোঁহে পরস্পর হব চিরচেনা
পরাজিত নই নারী, পরাজিত হয় না কবিরা ;
দারুণ আহত বটে আর্ত আজ শিরা-উপশিরা….
পরানের গহীন ভিতর-১
— সৈয়দ শামসুল হক
…. …. …. ..
জামার ভিতর থিকা যাদুমন্ত্রে বারায় ডাহুক
চুলের ভিতর থিকা আকবর বাদশার মোহর
মানুষ বেকুব চুপ, হাটবারে সকলে দেখুক
কেমন মোচড় দিয়া টাকা নিয়া যায় বাজিকর।
চক্ষের ভিতর থিকা সোহাগের পাখি উড়াও
বুকের ভিতর থিকা পিরীতের পূর্ণিমার চান
নিজেই তাজ্জব তুমি-একদিকে যাইবার চাও
অথচ আরেক দিকে খুব জোরে দেয় কেউ টান।
সে তোমার পাওনার এতটুকু পরোয়া করে না
খেলা যে দেখায় তার দ্যাখানের ইচ্ছায় দেখায়
ডাহুক উড়ায়া দিয়া তারপর আবার ধরে না
সোনার মোহর তার পড়া থাকে পথের ধূলায়
এ বড় দারুণ বাজি,তারে কই বড় বাজিকর
যে তার রুমাল নাড়ে পরানের গহীন ভিতর….
« খেয়ানতের দায় – জাহাঙ্গীর কবির (Previous News)
Related News
এবারের ‘ইত্যাদি’ পতেঙ্গায়।। বঙ্গোপসাগর ও কর্ণফুলীর মোহনায় হানিফ সংকেত!
শাহ সুলতান নবীনঃ দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলো সবার সামনেRead More
করোনার কারণে এবার স্ত্রীসহ হাসপাতালে অভিনেতা ফারুক
. প্রেসওয়াচ রিপোর্টঃ আগেই করোনা পজিটিভ হন নেতা-অভিনেতা সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। একRead More