Main Menu

খেয়ানতের দায় – জাহাঙ্গীর কবির

খেয়ানতের দায়
………………………
জাহাঙ্গীর কবির
………………………

প্রতিফলিত অবয়বে
বিষণ্ণতা ছেয়ে আছে!

দুর্গন্ধময় আবর্জনা মাড়িয়ে
কাছে যেতেই নগণ্য প্রভেদে
ত্রস্ত হয়ে যায়!

বিশ্বময় বা বঙ্গে
রঙ ছাড়া মিল সর্বাঙ্গে!
অমিল কেবল ঢঙ্গে!

হুবহু মিল অস্থিমজ্জায়!
কিছু ফারাক সাজসজ্জায়!
হাসি কান্না লাজলজ্জায়!

পেট পুড়লে
ওরা উচ্ছিষ্ট খায়!
যত্রতত্র নিদ্রা যায়!
মশা মাছির আদর পায়!
বেওয়ারিশ কুকুরগুলো সঙ্গ দেয়!

আর আমাদের সুখবিলাসে
বাহারি খাবার পঁচে গলে নষ্ট হয়!
ট্রেডমিলে মহাতেল খসে পড়ে!
টিভিস্ক্রিন, ল্যাপটপ, স্মার্টফোন
অস্থিরতা বাড়ায়!
নিয়ত কেঁদে মরে নিঘুম রাত!

আমাদের পরম সুখের বাহারে
কষ্টরা সব পষ্ট করে হাসে!

আত্মপ্রকাশে
দ্বিধা রাখতে চাইনা আর!

মুখোশ ছুঁড়ে
ডাস্টবিনের গন্ধ শুঁকে শুঁকে
বাঁধনহারা সত্তাগুলো চিনে নিতে চাই!

এ অকপট স্বীকারোক্তি-
তোমরা আমাদেরই ভাই!
স্তুপীকৃত মেরুদণ্ড সোজা করে
পাওনা যত বুঝে নাও!
এ আমাদের
খেয়ানতের দায়!


Related News