বন্যা কবলিত এলাকায় সাবের হোসেন চৌধুরী’র ত্রাণ সামগ্রী বিতরণ

ঢাকা, ৮ আগস্ট,২০২০ মাহবুব বাশারঃ বুধবার ঢাকা-৯ এলাকায় বন্যায় প্লাবিত সর্বাধিক নিম্নাঞ্চলসমূহ (ত্রিমোহনী গুদারাঘাট, দাসেরকান্দি, বাবুর জায়গা, বালুরপাড়, গৌড়নগর, ইদারকান্দি, ফকিরখালি) পরিদর্শন করে বন্যা কবলিত এলাকাবাসীর মধ্যে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ  করেন বন্যা কবলিত এলাকায় সাবের হোসেন চৌধুরী এম,পি ।

এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবার সমূহের সাথে কথা বলেন এবং তাদের দুঃখ দুর্দশার খবরাখবর নেন এবং এ দুর্যোগকালীণ সময়ে সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার ব্যক্তিগত পক্ষ থেকে সকল ধরনের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, এ সকল এলাকায় বন্যার পানি এখনো বৃদ্ধি পাচ্ছে এবং রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা পানিতে তলিয়ে যাচ্ছে।

বুধবার ঢাকা-৯ এলাকায় বন্যায় প্লাবিত সর্বাধিক নিম্নাঞ্চলসমূহ (ত্রিমোহনী গুদারাঘাট, দাসেরকান্দি, বাবুর জায়গা, বালুরপাড়, গৌড়নগর, ইদারকান্দি, ফকিরখালি) পরিদর্শন করে বন্যা কবলিত এলাকাবাসীর মধ্যে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন  সাবের হোসেন চৌধুরী এম,পি ।

মানুষের দুঃখ দুর্দশার চিত্র দেখে ঢাকা-৯ এলাকার সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী আগামী এক সপ্তাহ তার ব্যক্তিগত পক্ষ থেকে ৭৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহযোগিতায় প্রতিদিন ১০০০ বন্যা কবলিত হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে ঘোষণা দেন ।এতে স্থানীয় জনসাধারণ সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ত্রাণ সামগ্রী বিতরণকালে স্থানীয় মহিলা কাউন্সিলর মিসেস নাসরিন আহমেদ, কাউন্সিলর জনাব মোঃ আকবর হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জনাব জহিরুল ইসলাম ও সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা জনাব ওমর আলীসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তথ্য সুত্র- Raihanul Abedin Tuhin ৭৩ নং ওয়ার্ড 

 

Share: