বৈরুতে জোড়া বিস্ফোরণে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৩, আহত ৯৯
বৈরুতে জোড়া বিস্ফোরণে এখন পর্যন্ত তিন জন বাংলাদেশি শ্রমিক নিহত এবং ২১ জন নৌবাহিনীর সদস্যসহ ৯৯ জন আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই তথ্য পাওয়া যায়।
আহতদের মধ্যে নৌবাহিনীর একজনের অবস্থা গুরুতর, এছাড়া বাকিরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে দূতাবাস। গুরুতর আহত নৌবাহিনীর ওই সদস্য হচ্ছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (চিফইআরএ) মো. হারুন উর রশীদ। এই ঘটনায় নিহতরা হচ্ছেন: মেহেদি হাসান, মিজানুর রহমান ও রেজাউল।
এই বিষয়ে লেবাননে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এখন পর্যন্ত তিন জন মারা গেছে এবং এটি বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি। মৃতদেহগুলো দেশে পাঠানোর ব্যবস্থা করছি। গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করতে স্বাস্থ্য, শ্রমসহ আরও কয়েকটি মন্ত্রণালয় ও এজেন্সি থেকে অনুমতি নিতে হয়। এটি করতে ১০ দিনের মতো সময় লাগতে পারে।’
আহতদের বিষয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের ৭৮ জন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছে বলে জানতে পেরেছি। এরমধ্যে পাঁচ থেকে সাত জন হাসপাতালে আছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।’
গুরুতর আহত বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্য আমেরিকান হাসপাতালে আছেন এবং বাকিদের জাতিসংঘের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে রাজধানী বৈরুতের বন্দর এলাকায় জোড়া বিস্ফোরণ ঘটে। এতে পুরো বৈরুত শহর ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। এই ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
Related News
স্টার লাইন বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন
ফেনীর কাশিমপুরে স্টার লাইন বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টারRead More
বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৬ : আহত ১৫
বগুড়া, ২১ ফেব্রুয়ারি, ২০২১ : জেলার শেরপুরে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষেRead More