শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকীতে নবপ্রজন্ম শিক্ষক পরিষদের শ্রদ্ধা ও শুভেচ্ছা

শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রেরিত বার্তায় শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর এর নবপ্রজন্ম শিক্ষক পরিষদ।
পরিষদের আহ্বায়ক সুমাইয়া তাহসিন হামিদা এবং সদস্য সচিব মোঃ খালিদ হাসান রিয়েল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, শেখ কামাল ছিলেন তারুণ্যের প্রতীক। তিনি ৬৯-এর গণঅভুত্থান ও ৭১-এর মহান মুক্তিযুদ্ধে তিনি গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন। অভিনয় শিল্পী হিসেবেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাচ্যাঙ্গণে ছিলেন সুপ্রতিষ্ঠিত। শৈশব থেকেই ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় তার ছিল প্রচন্ড ভালোবাসা, আগ্রহ ও উৎসাহ।
শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রেরিত বার্তায় শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর এর নবপ্রজন্ম কর্মচারী পরিষদ।
পরিষদের আহ্বায়ক ছালাউদ্দিন আহমদ এবং সদস্য সচিব আরিফুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে মুক্তিযুদ্ধে শেখ কামালের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর এর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ক্লাব।
অনুরুপ এক বার্তায় শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর এর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ক্লাব। ক্লাবের সভাপতি মুহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সোহাগ আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে মুক্তিযুদ্ধে শেখ কামালের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
« ক্রিকেটের উন্নতি দেখলে শেখ কামাল আজ খুশি হতেন: সালমান এফ রহমান (Previous News)
Related News

মহান ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ আজ
মাহবুব বাশার, ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২১ : মহান ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ আজ।Read More

হেইকেল বলেছিলেন ‘এশিয়ার অসামান্য ব্যক্তিত্ব বঙ্গবন্ধু
হেইকেল বলেছিলেন ‘এশিয়ার অসামান্য ব্যক্তিত্ব বঙ্গবন্ধু’ (বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ওRead More