আবার যে কবে হবে দেখা! -তানিয়া সুলতানা হ্যাপি
আবার যে কবে হবে দেখা! – তানিয়া সুলতানা হ্যাপি
কবে যে আবার হবে দেখা তোমাদের সাথে!
পার্টি অফিস, ধানমন্ডি ৩২
কিংবা অপুদির বাসভবনে।
চায়ের চুমুকে আর গল্প আড্ডা শেষে চলবে প্রতিযোগিতা,
কে সবার আগে সেলফি তুলবে প্রিয় দিদির সাথে।
আবার যে কবে হবে দেখা !
প্রিয় দিদির জন্মদিন,পয়লা বৈশাখ কিংবা ঈদ এলে
প্রিয় দিদির দেয়া উপহার শাড়ী পরে
জম্পেশ আড্ডা দিব সকলে মিলে!
আবার কী কখনো এমন হবে!
বাঙ্গালীয়ানা খাবার খাবো পয়লা বৈশাখ এলে।
আবার যে কবে এমন হবে ঈদে কিংবা পয়লা বৈশাখে,
গণভবন গিয়ে মিষ্টি, সেমাই খাবো আপার নিমন্ত্রণে।
আপার বাসায় গিয়ে খানাপিনা শেষে
চলবে প্রিয় দিদির সাথে ছবি তোলার বায়না।
তারই ফাঁকে প্রিয় দিদির কানে কানে
শেয়ারিং হবে কত যে ভাবনা!
এবার কী হবে পূজোর ছুটিতে
স্বস্তিতে বাড়িতে ফেরা?
নাকি কেউ কেউ ঢাকায় থেকে যাবে
প্রিয় দিদির সাথে পূজো দেখবে বলে
ঢাকেশ্বরী, জয়কালী, জগন্নাথে…
প্রতিমা দর্শনে শহর জুড়ে প্রমিলা মন তো ছুটবেই।
বিসর্জনে বিচ্ছেদচিহ্ন এঁকে দিবে হয়তো বা দশমী।
আবার যে কবে শুরু হবে!
নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে সাংগঠনিক ট্যুর!
আবার যে কবে আমরা একসাথে দিব
জাতির পিতা প্রতিকৃতিতে ফুল।
আবার যে কবে হবে দেখা তোমাদের সাথে!
পার্টি অফিস, ধানমন্ডি ৩২
কিংবা অপুদির বাসভবনে।
মহামারী শেষে যদি আর নাই বাঁচি
ক্ষমা করে দিয়ো আপন ভেবে।
এইটুকু মোর বিশেষ প্রণতি।
৩ আগস্ট ২০২০
আজিমপুর, ঢাকা।
Related News

“জন্ম হোক যেথা সেথা / কর্ম হোক ভালো” ——জাঁ-নেসার ওসমান
বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু, চলে গেলেন না ফেরার দেশে। সত্তরের দশকে মঞ্চ ও টেলিভিশনেRead More

“লাল সালাম, মুনীর ভাই” —জাঁ-নেসার ওসমান
“লাল সালাম, মুনীর ভাই” সালটা ১৯৬৪ কি ১৯৬৫হবে, আমাদের. শ্রী শ্রী মা সিদ্ধেশ্বরী হাই স্কুলRead More