শতভাগ বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি
ঢাকা, ২ আগস্ট, ২০২০ : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডেই কোরবানির পশুর বর্জ্য (১ আগস্টের) শতভাগ অপসারিত হয়েছে।
ডিএসসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন আজ দুপুরে এক ভিডিও বার্তায় বলেন, ‘গতকাল শনিবার দুপুর ২টা থেকে আজ দুপুর ২টা পর্যন্ত নগরীর ৭৫টি ওয়ার্ডের শতভাগ প্রায় ৮ হাজার মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে।’
তিনি জানান, আজ (২ আগস্টের) কোরবানির পশুর যে বর্জ্য সৃষ্টি হবে, তা আগামী ১২ ঘণ্টার মধ্যে অপসারিত হবে।
এ সময় তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুরোধের প্রেক্ষিতে গত শুক্রবার রাত্রে (৩১ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের ৩৩ ট্রাক বর্জ্য গ্রহণ করেন তা ডিএসসিসি’র মাতুয়াইলের ল্যান্ডফিলে নিয়ে যায়। সে রাতে আমিন বাজারে প্রচন্ড যানজট থাকায় ডিএনসিসিকে দক্ষিণ সিটি কর্পোরেশন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।(বাসস)
Related News
মাদকাসক্ত শিশু-কিশোরদের শনাক্তে মাঠে নেমেছে ডিএমপি
মাহবুব বাশারঃ রাজধানীর মহাখালীতে ড্যান্ডি আসক্ত কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষে আরিফে হোসেন (১৬) নামে একRead More

আওয়ামীলীগ জনতার দল বলেই জনগণের পাশে থাকে সবমময়-শহীদ সেরনীয়াবাদ।দেশ বিরোধী চক্রান্ত রুখে দাড়াতে হবে-কিবরিয়া মজুমদার
ডেইলি প্রেসওয়াচ/মাহবুব বাশারঃ আওয়ামীলীগ জনতার দল বলেই জনগণের পাশে থাকে সবমময়। আওয়ামীলীগ সরকারে থাকলেও মেহনতিRead More