দাবানলের মতো ছড়িয়ে পড়ছে ভারতের করোনা সংক্রমণ। প্রতিদিনই ছাড়াচ্ছে রেকর্ড। তবুও রাজনৈতিক দলগুলো মাঠ ছাড়তে রাজি নয় দেশটিতে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি দেখে মনে হচ্ছে দেশে যেন কোনও মহামারী নেই।
কলকাতাসহ পশ্চিমবঙ্গ রাজ্যের বৃহস্পতিবার ২৪ ঘণ্টার লকডাউন শেষ হয়েছে। শনিবার আবারও ২৪ ঘণ্টার লকডাউন। পুলিশ লকডাউনের কঠোর মনোভাব দেখালেও মানুষের মধ্যেও অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে উদাসীনতা। একই রকমভাবে রাজ্যটির রাজনৈতিক দলগুলোর মধ্যেও রয়েছে এক ধরণের গা ছাড়া ভাব।
২১ জুলাই রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা থেকে ভার্চুয়্যাল সভায় বক্তব্য রাখলেও বিভিন্ন এলাকায় জায়ান্ট স্ক্রিনের সামনে দেখা গিয়েছিল প্রচুর সংখ্যক তৃণমূল সমর্থককে, যাদের অনেকের মুখেই ছিলো না মাস্ক এবং মানা হয়নি সামাজিক দূরত্বও।
একই রকমভাবে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচিতে বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেসকেও দেখা যাচ্ছে এই মহামারীকে তুচ্ছ করার প্রবণতা।
এদিকে ভারতে গেলো ২৪ ঘণ্টায় প্রায় ৫০ হাজার মানুষের শরীরে মিলেছে কোভিড উনিশের অস্তিত্ব। একই সঙ্গে মারা গেছেন ৭৫৫ জন। যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তবে এই সময়ে সুস্থ হয়েছেন ২০ হাজার মানুষ।